যমুনা ইলেকট্রনিক্সের জনপ্রিয় ক্যাম্পেইন ‘ঈদ ডাবল খুশি অফার-সিজন ৩’-এর আওতায় দেশের বিভিন্ন প্রান্তের ১৭ জন সৌভাগ্যবান বিজয়ীকে বিদেশ ভ্রমণ কুপন হস্তান্তর করা হয়েছে।
এই ক্যাম্পেইনের নিয়ম অনুযায়ী, দেশের যেকোনো যমুনা প্লাজা বা শো রুম থেকে যমুনা ইলেকট্রনিক্স পণ্য কেনাকাটা করলেই ক্রেতারা পান তাৎক্ষণিক একটি উপহার। সেই সঙ্গে, অংশগ্রহণকারী ক্রেতাদের মধ্য থেকে স্বয়ংক্রিয় লটারির মাধ্যমে ১৭ জন বিজয়ী নির্বাচিত হন, যাদের জন্য রয়েছে আকর্ষণীয় বিদেশ ভ্রমণ প্যাকেজ।
অনুষ্ঠানে যমুনা গ্রুপের সেলস ডিরেক্টর মো. ড. সাখাওয়াত হোসেন, মার্কেটিং ডিরেক্টর সেলিম উল্লাহ, অপারেশন ম্যানেজার ইব্রাহিম হোসেনসহ আরও অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিজয়ী ক্রেতারা এই সুযোগের জন্য যমুনা ইলেকট্রনিক্সকে আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং জানান তাদের অভিজ্ঞতা ও সন্তুষ্টির কথা।
বাংলা৭১নিউজ/এসএইচ