বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ২৫ কোটি ডলার বিনিয়োগ করবে হংকংভিত্তিক হান্ডা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের তৃতীয় দফায় বাণিজ্য আলোচনা শুরু মানবতাবিরোধী অপরাধীদের বিচার নিশ্চিতে আমরা বদ্ধপরিকর : প্রধান উপদেষ্টা যুবসমাজ শুধু ভবিষ্যৎ নয়, আমাদের বর্তমান শক্তি একজনকে ৫৪ বছর ধরে পূজা করা হয়েছে: জাতির পিতা ইস্যুতে নাহিদ ইসলাম ঝাড়খণ্ডে বাস-ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, ১৮ পুণ্যার্থী নিহত হাসিনার অডিওগুলো শুনলে দেখবেন এখনও সে প্রতিশোধপরায়ণ মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না : মির্জা ফখরুল বৃহস্পতিবারের মধ্যে জুলাই সনদের জায়গায় পৌঁছাতে পারব বিচারের পাশাপাশি রাষ্ট্রকে ঢেলে সাজাতে প্রত্যেককে ভূমিকা রাখতে হবে

সাবেক চেয়ারম্যান নজিবুরের ছেলের ফ্ল্যাট জব্দ, ব্যাংক-বিও একাউন্ট অবরুদ্ধ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. নজিবুর রহমানের ছেলে ফারাবী এন এ রহমানের নামে থাকা ঢাকায় একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।

অপরদিকে, নজিবুর রহমান ও তার পরিবারের নামে থাকা সাতটি ব্যাংক হিসাব এবং পাঁচটি বিও একাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। 

সাত ব্যাংক হিসাবের মধ্যে নজিবুর রহমান ও তার স্ত্রী নাজমা রহমানের যৌথনামে দু’টি ব্যাংক একাউন্ট, তার দুই ছেলের নামে পাঁচটি একাউন্ট রয়েছে। এছাড়া পাঁচটি বিও একাউন্ট তার দুই ছেলের নামে রয়েছে।

দুদকের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান।

আবেদনে বলা হয়েছে, নজিবুর রহমানের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, বদলী বাণিজ্যের মাধ্যমে কোটি-কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

অনুসন্ধানকালে সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনায়, অভিযোগ সংশ্লিষ্ট মো. মজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে স্থাবর/অস্থাবর সম্পদদের তথ্য পাওয়া যায়। অনুসন্ধানকালে সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা, ওই সম্পদ অর্জনের বিষয়ে তাদের কোনো বৈধ উৎসের তথ্য পাওয়া যায়নি।

অনুসন্ধানকালে বিশ্বস্থ সূত্র জানা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট মো. নজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যরদের নামীয় স্থাবর/অস্থাবর সম্পদসমূহ বিক্রি করে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচার বা অন্যত্র স্থানান্তর-হস্তান্তর করার প্রচেষ্ঠা চালাচ্ছেন।

সম্পদ অনাত্র হস্তান্তর/স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির সম্ভাবনা রয়েছে। ফলে, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে উক্ত সম্পদসমূহ অবিলম্বে ফ্রিজ/অবরুদ্ধ করা প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com