কুমিল্লার বুড়িচংয়ে একটি বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উপজেলার রামপুর গ্রামের আবুল খায়েরের বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের মীর হোসেনের স্ত্রী জাহেদা আক্তার (৩৫) ও তার মেয়ে মিশু আক্তার (১৫)।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মোহাম্মদ আজিজুল হক জানান, বেশ কিছু দিন ধরে মীর হোসেনের পরিবার রামপুর আবুল খায়েরের বাসায় ভাড়া থাকতেন। মীর হোসেন পেশায় একজন রাজমিস্ত্রী। মঙ্গলবার সকাল ৬টার দিকে প্রতিবেশীরা দুজনের মরদেহ দেখে থানায় খবর দেন।
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল মর্গে পাঠিয়েছে। পরিবারটি দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত। ধারণা করা হচ্ছে, ঋণে চাপে সোমবার দিনগত রাতের কোনো এক সময় মা-মেয়ে বিষপান করেন। মরদেহের পাশ থেকে একটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বাংলা৭১নিউজ/এবি