মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১১:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মানবতাবিরোধী অপরাধীদের বিচার নিশ্চিতে আমরা বদ্ধপরিকর : প্রধান উপদেষ্টা যুবসমাজ শুধু ভবিষ্যৎ নয়, আমাদের বর্তমান শক্তি একজনকে ৫৪ বছর ধরে পূজা করা হয়েছে: জাতির পিতা ইস্যুতে নাহিদ ইসলাম ঝাড়খণ্ডে বাস-ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, ১৮ পুণ্যার্থী নিহত হাসিনার অডিওগুলো শুনলে দেখবেন এখনও সে প্রতিশোধপরায়ণ মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না : মির্জা ফখরুল বৃহস্পতিবারের মধ্যে জুলাই সনদের জায়গায় পৌঁছাতে পারব বিচারের পাশাপাশি রাষ্ট্রকে ঢেলে সাজাতে প্রত্যেককে ভূমিকা রাখতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর হবে: আসিফ মাহমুদ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর চতুর্থ সাক্ষাৎ

টাঙ্গাইলে ভাসানীর মাজার জিয়ারত করলেন নাহিদ-পাটওয়ারী

টাঙ্গাইল প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইলের সন্তোষে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর ভাসানীর মাজার জিয়ারত করেন।

মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মওলানা ভাসানী ছিলেন কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের নেতা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যিনি একই সঙ্গে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে, পিন্ডির আধিপত্যের বিরুদ্ধে ও দিল্লির আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন।

মওলানা ভাসানী ছিলেন বাংলাদেশ রাষ্ট্রের, বাংলাদেশের এই রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে বিকাশের অন্যতম স্থপতি। মওলানা ভাসানীর পথ অনুসরণ করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই। সেই জায়গা থেকে আমরা মওলানা ভাসানীকে স্মরণ ও শ্রদ্ধা করছি।

পরে তিনি ছাত্রদের উদ্দেশ্য করে বলেন, গণঅভ্যুত্থানে ছাত্র সমাজের যে ভূমিকা ছিল আমাদের আগামীতে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণেও আপনাদের সেই ভূমিকা থাকবে। আমরা এক সঙ্গে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, ইনশাল্লাহ আগামীর বাংলাদেশেও সকল অন্যায়-জুলুমের বিরুদ্ধে আমরা এক সঙ্গে লড়াই করবো। তারুণ্যের এ জাগরণ অব্যাহত রাখতে হবে।

মাজার জিয়ারত শেষে ভাসানী দরবার হলে কৃষকদের সঙ্গে কথা বলেন এনসিপি নেতারা। এর আগে তারা ভাসানীর মাজারে পৌঁছালে স্থানীয় নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান

এসময় মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের সংগঠক আজাদ খান ভাসানী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com