রাজধানীর গেন্ডারিয়ায় আরিফুল ইসলাম বাবু (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত বাবু শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বালুরচর গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে মীরহাজীরবাগ মোল্লাপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন।
রবিবার (২৭ জুলাই) ভোরে গেন্ডারিয়া থানাধীন দয়াগঞ্জ রেললাইনের পাশে ‘কলস ওয়ালা বাড়ি’র নিচে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় নিহতের স্ত্রী আয়েশা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৭:৫৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী আয়েশা জানান- স্থানীয় সন্ত্রাসী রবিন, শাহীন, মাসুদ, কাদেরসহ ৫/৬ জন একত্রে বাবুকে ধারালো অস্ত্র দিয়ে মাথা, দুই হাত ও পায়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। এসময় হামলাকারীরা তার মোবাইল ফোনও ছিনিয়ে নেয়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার পেছনে পুরনো বিরোধ ছিল কিনা সে বিষয়ে তদন্ত চলছে এবং অপরাধীদের ধরতে অভিযান শুরু হয়েছে।
বাংলা৭১নিউজ/এবি