বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

পাকিস্তানের পাঞ্জাবের চাকওয়াল এবং সিন্ধুর জামশোরো জেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরও অনেকে। 

এক প্রতিবেদনে রোববার (২৭ জুলাই) এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার চাকওয়ালে, ইসলামাবাদ থেকে লাহোরগামী একটি যাত্রীবাহী বাস ধোক সিয়ালের কাছে মোটরওয়েতে খাদে পড়ে যায়।  এতে অন্তত নয়জন নিহত হয়েছেন।  আহত হন আরও ৩১ জন।  তাদেরকে কাল্লার কাহার ট্রমা সেন্টার এবং ডিএইচকিউ হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

পুলিশের মুখপাত্রের মতে, বাস চালকের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার বিবরণ দিয়ে জেলা প্রশাসক বলেছেন, আহতদের সম্ভাব্য সকল চিকিৎসা সুবিধা প্রদান করা হচ্ছে এবং আহতদের রাওয়ালপিন্ডির হলি ফ্যামিলি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে, পৃথক আরেকটি ঘটনায় করাচি থেকে হায়দ্রাবাদগামী একটি যাত্রীবাহী কোচের জামশোরো জেলার এম-৯ মোটরওয়েতে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে দুইজন নিহত এবং নারী ও শিশুসহ আটজন আহত হয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। 

দুর্ঘটনায় নিহতরা হলেন- ট্রাকের চালক এবং কোচের কন্ডাক্টর রয়েছেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com