বুধবার, ০৭ মে ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন

কাশ্মীর হামলা : দেশে ফিরেই বিমানবন্দরে মোদির বৈঠক

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

কাশ্মীরের পাহেলগাঁওয়ে ভয়াবহ  হামলার খবর পেয়ে সৌদি সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতে পৌঁছেই সময় নষ্ট না করে রাজধানী দিল্লির বিমানবন্দরে এক জরুরি বৈঠকে বসেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, মঙ্গলবার কাশ্মীরের পাহেলগাঁওয়ে সংঘটিত ওই হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হন। এতে গোটা দেশজুড়ে নেমে আসে উদ্বেগ ও আতঙ্ক। এরই মাঝে সৌদিতে অবস্থান করছিলেন প্রধানমন্ত্রী মোদি। ঘটনার খবর পেয়েই সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবার রাতেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।

ভারতে ফেরার পরপরই বিমানবন্দরে গোপনীয় এক বৈঠকে বসেন মোদি। বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালসহ উচ্চপদস্থ কর্মকর্তারা। এ সময় এস জয়শঙ্করকে চোখে পড়ার মতো উদ্বিগ্ন দেখা যায়।

বৈঠকের শুরুতেই কাশ্মীর পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন কর্মকর্তারা। মোদি সেখানেই বেশ কিছু দিকনির্দেশনা দেন বলে সরকারি সূত্রে জানা গেছে। তবে বৈঠকের বিস্তারিত কিছু গণমাধ্যমে প্রকাশ করা হয়নি।

এদিকে, সৌদি সফরের সময়ও কাশ্মীরের হামলা ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। সফরের প্রথম দিন জেদ্দার আল সালাম প্রাসাদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন মোদি।

বৈঠকের শুরুতেই দুই নেতা পাহেলগাঁওয়ের ঘটনার নিন্দা জানান। একই সঙ্গে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করেন তারা। ভারতের রাষ্ট্রদূত সুহেল আজাজ খান জানান, বৈঠকের একেবারে শুরুতেই পাহেলগাঁওয়ের ঘটনার প্রসঙ্গ ওঠে। উভয় নেতা সন্ত্রাসবাদকে মানবতার বিরুদ্ধে সরাসরি হুমকি হিসেবে বর্ণনা করেন।

তিনি আরও জানান, যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রধানমন্ত্রী মোদিকে আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন, এই সংকটময় সময়ে ভারতকে প্রয়োজন হলে পাশে থাকার জন্য সৌদি আরব প্রস্তুত।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com