বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন

সাগর-রুনি হত্যা মামলার নথি ডিবি হেফাজতে পুড়ে যায়নি : ডিএমপি

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার কেস ডায়েরি (নথি) গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে পুড়ে যাওয়ার খবর সঠিক নয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২২ এপ্রিল) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় যে তথ্য প্রচারিত হয়েছে, তা সঠিক নয়। কেস ডায়েরি ডিবির হেফাজতে পুড়ে যায়নি।”

এদিকে মঙ্গলবার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আরশাদুর রউফ হাইকোর্টে জানিয়েছেন, ৫ আগস্টে ডিবি অফিসে আগুন দেওয়া হয়। তখন অনেক রেকর্ড পুড়ে গেছে। এসময় আরশাদুর রউফ তদন্ত সম্পন্নে নয় মাস সময় চান। তিনি আদালতে বলেন, তদন্তের অগ্রগতি হয়েছে। আরও সময় দরকার। পরে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্তে আরও ৬ মাস দিয়েছেন হাইকোর্ট।

প্রসঙ্গত, সম্প্রতি কিছু গণমাধ্যমে সাগর-রুনি হত্যা মামলার গুরুত্বপূর্ণ আলামত এবং কেস ডায়েরি পুড়ে যাওয়ার খবর প্রকাশিত হয়। বিষয়টি ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়। তবে ডিএমপির পক্ষ থেকে এ তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com