যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ বাবা মায়ের মৃত্যুর পর তাদের তিন বছরের শিশু সন্তান রাফিয়াও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
সে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টায় মারা যায়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে একই ঘটনায় চিকিৎসাধীন থেকে তার মা ইতি বেগম (৩০) ও বাবা মো. রিপন মিয়া (৪০) মারা গেছেন। এ ঘটনায় আর কেউ বেঁচে নেই। একে একে দগ্ধ তিনজনই মারা যান।
উল্লেখ্য, গত বুধবার (১০ জুলাই) দিবাগত রাতে যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডের একটি বাসায় জমা গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী, স্ত্রী, সন্তান দগ্ধ হয়েছিলেন। তাদের কে ওই রাতেই জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। তাদের গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলায়।
বাংলা৭১নিউজ/এসএইচ