বাংলা৭১নিউজ,ঢাকা: রাজধানীতে দেখা দিয়েছে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের জুন মাস পর্যন্ত এ জ্বরে মারা গেছেন ৩ জন আর আক্রান্ত হয়েছেন প্রায় তিনশ জন।
এ অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তর উদ্বেগ প্রকাশ করলেও, সংকট মোকাবিলায় বিশেষজ্ঞ চিকিৎসক টিম প্রস্তুত আছে বলে জানিয়েছে। অন্যদিকে ডেঙ্গুর বাহক এডিস মশার বংশ বিস্তার রোধে সচেতনতার ওপর জোর দিয়েছেন চিকিৎসকরা।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, এবছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত রাজধানীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ২৯৪ জন। এদের মধ্যে মারা গেছেন ৩জন রোগী আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৫৯ জন। এছাড়া সরকারি- বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩২ জন রোগী।
সাধারণত বর্ষায় ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা গেলেও এবছর তারও আগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় ও মৃত্যুর ঘটনায় সারাদেশের বিভাগীয় স্বাস্থ্য পরিচালকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ শামছুজ্জামান বলেন, ‘চিকিৎসকরা এখন ডেঙ্গু চিকিৎসায় আমাদের জাতীয় গাইডলাইনটি অনুসরণ করেন। তাদেরকে সেভাবে প্রশিক্ষণও দেয়া হয়েছে।’
স্বচ্ছ ও পরিষ্কার পানিতে ডেঙ্গুর বাহক এডিস মশা বংশ বিস্তার করে, তাই ঘরের আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার পরামর্শ বিশেষজ্ঞদের।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, ‘যদি কারো হঠাৎ করে শরীর ব্যথা, মাথা ব্যথা, চোখে ব্যথা বা হাড়ে ব্যথা থাকে তবে তাকে দ্রুত কোন হাসপাতালে ভর্তি করতে হবে।’
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন ও বেশি করে তরল জাতীয় খাবার গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের।
বাংলা৭১নিউজ/এসএইস