বাংলা৭১নিউজ, ঢাকা: রাজধানী ঢাকার গুলশানে জঙ্গি হামলার বিরূপ প্রভাব পড়তে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটে।
আগামী ৩০ সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে ইংল্যান্ড ক্রিকেট দলকে আসার কথা ছিল। সফরে তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলার কথা রয়েছে। কিন্তু আপাতত ইংল্যান্ড ক্রিকেট দলের সে সফর নিয়ে ঘোর শঙ্কা। ব্রিটিশ গণমাধ্যম মনে করছে, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ সফর বাতিল করতে যাচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ব্রিটিশ শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য গার্ডিয়ান, দ্যা টেলিগ্রাফ ও ডেইলি মেইল এমন খবর দিয়েছে। ২০১০ সালের পর এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে কোনো টেস্ট খেলেনি ইংল্যান্ড ক্রিকেট দল। এর মাঝে মাত্র দুই ওয়ানডেতে মুখোমুখি হয়েছে তারা। সেটা ছিল ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে। ওই দুই ম্যাচই জেতে বাংলাদেশ। দীর্ঘ প্রতিক্ষার পর এবার ইংল্যান্ডের বিপক্ষে একটি পূর্ণ সিরিজের প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু ব্রিটিশ গণমাধ্যমের ভাষ্যে সেটা নিয়ে বড় শঙ্কা তৈরি হলো। এর আগে নিরাপত্তার কারণ দেখিয়ে গত বছর অক্টোবরে বাংলাদেশ সফর স্থগিত করে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এরপর একই কারণে তাদের অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে অংশগ্রহণ থেকে বিরত থাকে। নিরাপত্তার কারণ দেখিয়ে দক্ষিণ আফ্রিকা নারী দলও বাংলাদেশ সফর বাতিল করে। আর এবার যদি ইংল্যান্ড ক্রিকেট দল সফর বাতিল করে তাহলে বড় দুর্যোগের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট।
ইংল্যান্ডের আসন্ন বাংলাদেশ সফরের শঙ্কা নিয়ে ‘দ্য গার্ডিয়ান’ তাদের খবরের শিরোনাম করেছে, ‘ঢাকায় সন্ত্রাসী হামলার পর ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা’। ভেতরে তারা লিখেছে, ‘হোলি আর্টিজান বেকারি ক্যাফে থেকে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দূরত্ব মাত্র ৫ মাইল।
ইংল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা সাধারণত থাকে প্যান প্যাসিফিক ও সোনারগাঁ হোটেলে। সন্ত্রাসী হামলার স্থান থেকে তার দূরত্ব ৬ মাইল।’ অন্যদিকে ‘দ্য গার্ডিয়ান’-এর মতো একই শিরোনাম করেছে ‘দ্য টেলিগ্রাফ’। আর জনপ্রিয় ট্যাবলয়েড ‘ডেইলি মেইল’ শিরোনাম করেছে, ‘ঢাকা হত্যাকা-ের পর বাংলাদেশ সফর বাতিলের জন্য ইংল্যান্ড প্রস্তুত’। তাদেরকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘আমাদের দলের খেলোয়াড় এবং ম্যানেজমেন্টের নিরপাত্তার বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। এই বিষয়টি সবার আগে মাথায় নিয়ে ইংল্যান্ড দল বিদেশে সফর করে। আমরা আগামী কয়েক সপ্তাহ ও মাস বাংলাদেশের নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করবো।’
তিনি আরও জানিয়েছেন, নিরাপত্তার বিষয়টি নিশ্চিত না হলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এ সফর বাতিল করতে দ্বিধা করবে না। এর পরিবর্তে তারা বাংলাদেশকে দেশের বাইরে নিরাপদ কোনো দেশে সিরিজ আয়োজনের কথা বলতে পারে।
নিরাপত্তার ইস্যুতে পাকিস্তান ক্রিকেট এখনও ঘোর সঙ্কটে। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কার ক্রিকেট দলকে বহনকারী বাসের ওপর সন্ত্রাসী হামলা হয়। ওই হামলার পর কোনো আন্তর্জাতিক দল সে দেশে সফর করেনি। গত বছর জিম্বাবুয়ে ক্রিকেট দলকে অনেক বলে-কয়ে পাকিস্তানে সফর করানো হয়। কিন্তু তারপরও এখন পর্যন্ত অন্য দেশগুলো সেখানে সফর করতে রাজি নয়।
বাংলা৭১নিউজ/সিএইস