বাংলা৭১নিউজ,ঢাকা :বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, গত দুই বছর ধরে বাংলাদেশে চলমান গুপ্তহত্যা অচিরেই বন্ধ হবে।
আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তোফায়েল আহমেদ বলেন, ‘খালেদা জিয়া হতাশ হয়ে আওয়ামী লীগের ওপর দোষ চাপাচ্ছেন। সরকার সন্ত্রাস, জঙ্গিবাদের বিষয়ে জিরো টলারেন্স। এগুলো নির্মূল করা হবে। অচিরেই গুপ্ত হত্যা বন্ধ হবে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের ইতিহাস সংগ্রামের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস অর্জনের ইতিহাস। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, তখন দেশবিরোধী চক্র ষড়যন্ত্র শুরু করেছে। তাদের ষড়যন্ত্র সফল হবে না।’
বাংলা৭১নিউজ/সিএইস