বাংলা৭১নিউজ, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রায়হানুল ইসলাম রিংকু ও সাইফুল ইসলাম নামে দুই ছাত্রলীগ কর্মীকে মারধর করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাতে বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা উভয়েই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষর্দশীরা জানায়, শনিবার রাত পৌনে ১১টার দিকে রিংকু ও সাইফুলসহ আরো কয়েকজন মিলে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় বসে আড্ডা দিচ্ছিলেন। এমন সময় মুখোশধারী ৬ থেকে ৭ জন এসে তাদের ওপর হামলা চালায়। তাদের মারধর করতে থাকলে অন্যরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা উভয়েই রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাংলা৭১নিউজ/সিএইস