শনিবার, ২৪ মে ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন

প্রতারণা এড়াতে রেলওয়ের অনলাইন ও কাউন্টার থেকে টিকিট সংগ্রহের পরামর্শ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

আসছে ঈদুল আজহা উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থায় ট্রেনের টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। প্রতারণা এড়াতে রেলওয়ের অনলাইন প্ল্যাটফর্ম ও স্টেশন কাউন্টার থেকে টিকিটপ্রত্যাশীদের টিকিট সংগ্রহ করার পরামর্শ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২২ মে) মধ্যরাতে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, ‘প্রতারণা এড়াতে বাংলাদেশ রেলওয়ের অনলাইন সেবা ও স্টেশন কাউন্টার ব্যতীত অন্য কোনো উৎস হতে টিকিট সংগ্রহ করা হতে বিরত থাকুন: রেলপথ মন্ত্রণালয়।’

এর আগে জানানো হয়েছিল, আসছে ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বিপুল চাহিদার কারণে কিছু অসাধু ব্যক্তি বা প্রতিষ্ঠান টিকিট কালোবাজারিতে জড়িত থাকতে পারে। বিভিন্ন আইডি ব্যবহার করে কেনা টিকিট অবৈধভাবে বিক্রির চেষ্টা করা হতে পারে, যার ফলে যাত্রীরা প্রতারণার শিকার হতে পারেন।

এই পরিস্থিতিতে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে যাত্রীদের নির্ধারিত ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ‘রেল সেবা’ অথবা স্টেশন কাউন্টার থেকে টিকিট কেনার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/একে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com