সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্ত প্রতিবেদন অনুযায়ী হাইকোর্টের বিতর্কিত বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি।
সংবিধানের ৯৬ অনুচ্ছেদ বলে বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে অপসারণ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে আইন ও বিচার বিভাগ।
প্রজ্ঞাপনে সই করেন আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের।
এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ৯৬-এর দফা (৬) মোতাবেক বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারকের পদ থেকে অপসারণ করেছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ