শনিবার, ১৭ মে ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন

জবির আন্দোলনে যোগ দিয়েছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

চার দফা দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশে একাত্মতা জানিয়ে আন্দোলনে যোগ দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক শিক্ষার্থীরা।

শুক্রবার (১৬ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের যৌক্তিক আন্দোলনে সংহতি প্রকাশ শীর্ষক ব্যনারে কাকরাইল মোড়ে শিক্ষার্থীদের আন্দোলনে যোগ যোগ দেন তারা।

সাবেক শিক্ষার্থী ত্রিদিব সাহা বলেন, আমাদের শিক্ষার্থীদের ওপর আঘাত এটা আমরা মেনে নিতে পারি না। উপদেষ্টা যেভাবে আমাদের ছাত্র সমাজের ওপরে হুমকি দিচ্ছেন, তিনি আমাদের আন্দোলন করতে দেবেন না— উনি বলার কে? এই দেশ আমাদের। এদেশে রক্ত দিয়েছে আমার ছাত্র ভাইয়েরা। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং সাবেক যারা আছেন সবাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থামাব না। স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে এ রাষ্ট্র থেকে গিয়েছেন জনগণের সঙ্গে বেঈমানি করে দাবি আদায় না হলে যারাই ক্ষমতায় থাকবেন তাদেরও একই পরিণতি বরণ করতে হবে।

সমাবেশে বক্তারা চার দফা দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। তারা বলছেন, এ চার দফা দাবি যৌক্তিক। অন্তর্বর্তী সরকারের দ্রুত এ চার দফা দাবি মেনে নেওয়া উচিত। দাবিগুলো পূর্ণাঙ্গরূপে বাস্তবায়নের ঘোষণা যতক্ষণ না দেওয়া হবে, ততোক্ষণ এ আন্দোলন চলবে। এ সময় বক্তারা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও বিচারের দাবি জানান।

আন্দোলনে উপস্থিত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. জহিরুল ইসলাম শিকদার। কার্যকরি সভাপতি আলতাফ হোসাইন। সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সজল, সাবেক শিক্ষার্থী অ্যাডভোকেট মহসীন বিশ্বাসসহ প্রমুখ।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com