সোমবার, ১২ মে ২০২৫, ০৯:০১ অপরাহ্ন

বিকেএমইএ নির্বাচন: হাতেমের নেতৃত্বাধীন পূর্ণ প্যানেল বিজয়ী

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

বিকেএমইএ (বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন) পরিচালনা পর্ষদের ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনে মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন প্রগ্রেসিভ নিট অ্যালায়েন্সের পূর্ণাঙ্গ বিজয়ী হয়েছে। জোটটি ৩৫টি পদের প্রতিটিতেই বিজয়ী হয়েছে।

শনিবার (১০ মে) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জের চাষাড়া বিকেএমইএ ভবনের ষষ্ঠ তলায় এবং ঢাকার বাংলামোটরে অবস্থিত বিকেএমইএ ঢাকা কার্যালয়ে। ভোটগ্রহণ শেষে দুই কেন্দ্রেই শুরু হয় ভোট গণনা।

মোট ভোটার ছিল ৫৭২ জন, এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৪৩১ জন; যা ভোটারদের ৭৫.৩৫ শতাংশ।

ঢাকা কেন্দ্রে ভোট পড়ে ২৩১টি, যার মধ্যে ১২টি ভোট বাতিল হয়। নারায়ণগঞ্জ কেন্দ্রে ভোট পড়ে ২০০টি, বাতিল হয় ১১টি ভোট। সবমিলিয়ে ৪০৮টি বৈধ ভোট গণনা করা হয়।

নির্বাচন পরিচালনায় নারায়ণগঞ্জ কেন্দ্রে দায়িত্বে ছিলেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সফিউল্লা চৌধুরী, সদস্য ওবায়দুর রহমান এবং নির্বাচন আপিল বোর্ডের সদস্য মোহাম্মদ আইয়ুব। অন্যদিকে ঢাকা কেন্দ্রে দায়িত্ব পালন করেন বোর্ড সদস্য মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী এবং আপিল বোর্ডের সদস্য অ্যাডভোকেট আওলাদ হোসেন। নির্বাচনে অংশ নিয়েছিলেন মোট ৩৮ জন প্রার্থী। এর মধ্যে ৩৫ জনকে প্রাথমিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

বিজয়ী প্রার্থীরা হলেন : মোহাম্মদ হাতেম, বেলায়েত হোসেন রিপন, ফকির কামরুজ্জামান নাহিদ, আশিকুর রহমান, এম ইসফাক আহসান, আহমেদ নূর ফয়সাল, আহসান খান চৌধুরী, মো. আব্দুল হান্নান, মহসিন রাব্বানি, শাহরিয়ার সাইদ, ইমরান কাদের তূর্য, মোহাম্মদ শামসুল আজম, গাওহার সিরাজ জামিল, আব্দুল বারেক, মো. জামাল উদ্দিন মিয়া, মো. মনিরুজ্জামান, মো. সামসুজ্জামান, মোহাম্মদ রাশেদ, ফজলে শামীম এহসান, মনসুর আহমেদ, মামুনুর রশিদ, খন্দকার সাইফুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম, মো. ইয়াসিন, রাজীব চৌধুরী, ফওজুল ইমরান খান, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মো. মোরশেদ সারোয়ার, মোহাম্মদ সেলিম, মিনহাজুল হক, অমল পোদ্দার, রাকিব সোবহান মিয়া, সালাহ উদ্দিন আহমেদ, নন্দ দুলার সাহা, রতন কুমার সাহা।

বিকেএমইএ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সফিউল্লা চৌধুরী নারায়ণগঞ্জ কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

দীর্ঘ এক যুগ পর দেশের নিট গার্মেন্টস মালিকদের জাতীয় সংগঠন বিকেএমইএ নির্বাচন অনুষ্ঠিত হ‌লো। এর আগে ২০১২ সালে সংগঠনটির পরিচালনা পর্ষদ নির্বাচনে এমন আনুষ্ঠানিকভাবে ভোটের আয়োজন হয়ে‌ছিল।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com