বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন

বিকাশ অ্যাপেই এখন মিলছে রেমিটেন্স স্টেটমেন্ট

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ব্যবস্থাপনাকে আরও সহজ ও কার্যকর করতে বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে ‘রেমিটেন্স স্টেটমেন্ট’ নামের নতুন একটি ফিচার। এই সেবার মাধ্যমে গ্রাহক এখন নিজের অ্যাকাউন্টে পাওয়া রেমিটেন্সের বিস্তারিত তথ্য সহজেই দেখতে ও সংরক্ষণ করতে পারবেন। এতে করে ব্যক্তিগত আর্থিক পরিকল্পনা ও আয়কর সংক্রান্ত কাজে রেমিটেন্স তথ্য ব্যবহার করা যাবে আরও সহজ ও নির্ভরযোগ্যভাবে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকাশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিকাশ অ্যাপে ‘রেমিটেন্স’ আইকনে গেলে দেখা যাবে তিনটি ট্যাব—দেশ অনুযায়ী অপারেটর, রেমিটেন্স স্টেটমেন্ট এবং রিসিট। রেমিটেন্স স্টেটমেন্ট ট্যাবে ট্যাপ করে গ্রাহক নির্ধারিত সময় অনুযায়ী স্টেটমেন্টের অনুরোধ করতে পারবেন। ৩০ দিন, ১৮০ দিন, কর-বছর অথবা নিজের পছন্দমতো নির্দিষ্ট সময় বেছে নিয়ে স্টেটমেন্টের জন্য আবেদন করা যাবে। প্রতিদিন সর্বোচ্চ দুইবার এবং প্রতি মাসে সর্বোচ্চ পাঁচবার স্টেটমেন্টের রিকুয়েস্ট করার সুযোগ থাকছে।

গ্রাহকের অনুরোধ জমা দেওয়ার পর সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে বিকাশ অ্যাপেই রেমিটেন্স স্টেটমেন্ট পৌঁছে যাবে। স্টেটমেন্ট তৈরি হলে গ্রাহক একটি নোটিফিকেশন পাবেন, সেখান থেকে সহজেই এটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। গ্রাহকের নিরাপত্তার কথা বিবেচনা করে স্টেটমেন্টটি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখা হয়েছে। এই সেবাটি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে।

রেমিটেন্স স্টেটমেন্টে থাকবে গ্রহীতার নাম, বিকাশ নম্বর, গ্রহীতার ধরন, স্টেটমেন্টের সময়সীমা এবং ইস্যু তারিখ। নিচের অংশে থাকবে মোট রেমিটেন্সের সংখ্যা ও পরিমাণ। প্রতিটি লেনদেনের বিস্তারিত যেমন- রেমিটেন্স গ্রহণের তারিখ ও সময়, প্রেরণকারী দেশ, সেটেলমেন্ট ব্যাংকের নাম, মানি ট্রান্সফার অপারেটরের নাম এবং টাকার অংক পরিষ্কারভাবে উল্লেখ থাকবে।

এখন পর্যন্ত প্রবাসীরা বৈধ পথে ৪০ লাখেরও বেশি বিকাশ অ্যাকাউন্টে রেমিটেন্স পাঠিয়েছেন। বিশ্বের ১৪০টিরও বেশি দেশ থেকে ১১০টি আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরের মাধ্যমে দেশের শীর্ষ ২৫টি বাণিজ্যিক ব্যাংকে সেটেলমেন্ট হয়ে এই রেমিটেন্স বিকাশ অ্যাকাউন্টে পৌঁছায়।

প্রবাসীদের পাঠানো এই রেমিটেন্স দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে। এ ছাড়া প্রবাসীদের মধ্যে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর সচেতনতা বাড়াতে নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে বিকাশ।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com