বাংলা৭১নিউজ, ডেস্ক: বাংলাদেশে সমকামীদের একটি পত্রিকার সম্পাদক জুলহাজ মান্নান এবং তাঁর এক বন্ধুকে কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছে আল কায়েদার সহযোগী সংগঠন আনসার-আল-ইসলাম।
টুইটারে এক বার্তায় তারা বলেছে, আনসার-আল-ইসলামের মুজাহেদিনরা জুলহাজ মান্নান এবং তার সহযোগী তনয়কে হত্যা করতে সক্ষম হয়েছে।
তাদের বার্তাটিতে অবশ্য মাহবুব রাব্বি ওরফে তনয়কে সামির মাহবুব তনয় হিসেবে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, আনসার-আল-ইসলাম নিজেদের ‘আল কায়েদা ইন ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট (একিউআইএস) এর বাংলাদেশ শাখা বলে দাবি করে।
আনসার-আল-ইসলাম তাদের টুইটার বার্তায় আরও বলেছে, মার্কিন ‘ক্রুসেডার’ এবং তাদের ভারতীয় মিত্রদের সাহায্যে এরা বাংলাদেশে সমকামিতার প্রসার ঘটানোর চেষ্টা করছিল।
উল্লেখ্য জুলহাজ মান্নান ছিলেন বাংলাদেশে সমকামিদের প্রথম প্রকাশিত পত্রিকা ‘রুপবানের’ সম্পাদক। মাহবুব রাব্বি তনয় ছিলেন তার বন্ধু।
তাদের দুজনকে গতকাল সোমবার ঢাকায় কলাবাগানের বাসায় কুপিয়ে হত্যা করা হয়।
বাংলা৭১নিউজ/তথ্যসূত্র:বিবিসি