বাংলা৭১নিউজ, ডেস্ক : সৌদি আরবে যারা ওমরাহ করতে যাবেন, এখন থেকে চাইলে তারা ভিসার ধরন পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ ওমরাহ শেষে তারা একে ট্যুরিস্ট ভিসায় রূপান্তরের আবেদন করতে পারবেন।
সোমবার এ-সংক্রান্ত কার্যক্রমের উদ্বোধন করেছেন সৌদি পর্যটন ও জাতীয় ঐতিহ্য কমিশনের প্রেসিডেন্ট প্রিন্স সুলতান বিন সালমান।
সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি গেজেট সোমবার জানিয়েছে, কয়েক বছর আগে কমিশন এ-সংক্রান্ত প্রস্তাব দিয়েছিল। এর ফলে ওমরাহ শেষে সৌদি আরবে মুসলমানদের ঐতিহ্যবাহী অনেক স্থানে ভ্রমণের সুযোগ পাওয়া যাবে।
সোমবার রাজধানী রিয়াদে ভিসা রূপান্তর কার্যক্রম উদ্বোধন শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিন্স সালমান বলেছেন, এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে ওমরাহ পুণ্যার্থীরা যাতে ইসলামিক ঐতিহাসিক এলাকা, আকর্ষণীয় পর্যটন এলাকা এবং শপিং সেন্টার ও মলগুলোতে যাওয়ার সুযোগ পান।
এ ছাড়া ওমরাহ শেষে তারা যাতে সাংস্কৃতিক, চিকিৎসা, শিক্ষা ও কেনাকাটার সফর করতে পারেন, বিভিন্ন প্রদর্শনী এবং সম্মেলনে যোগ দেওয়ার সুযোগ পান, তার অনুমোদন দেওয়া।
বাংলা৭১নিউজ/সৌদি গেজেট