রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাম্পের মধ্যস্থতায় এবার থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধবিরতিতে সম্মত গ্রিন শিপইয়ার্ড না হলে জাহাজভাঙা কারখানা বন্ধ করে দিতে হবে মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থান রুখে দাঁড়াবার এক মহাকাব্য : সংস্কৃতি উপদেষ্টা নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ক্ষমতা পরিবর্তনের ভয় না থাকলে সরকার দানবীয় হয়ে ওঠে : আসিফ নজরুল আমরা দুর্নীতিবিরোধী কার্যক্রমে সোচ্চার হয়েছি : বাণিজ্য উপদেষ্টা শুধু অভিযোজন নয়, দরকার বিশ্বব্যাপী নির্গমন হ্রাস: পরিবেশ উপদেষ্টা পুরোনো সিস্টেমে দেশকে আর চলতে দেব না: নাহিদ

শাহবাগে বিক্ষোভ : যানচলাচল বন্ধে মানুষের ভোগান্তি

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ১০ মে, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে চলমান বিক্ষোভের মুখে বন্ধ রয়েছে শাহবাগ মোড়ের সব রাস্তা। এতে করে এই রাস্তা দিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় যাতায়াতের সব গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

শনিবার (১০ মে) শাহবাগ মোড় ও এর আশপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে৷

বিক্ষোভের কারণে বন্ধ রয়েছে জাতীয় জাদুঘর এবং শাহবাগ থানা সংলগ্ন রাস্তা। বাংলামোটর, আজিজ সুপার মার্কেট ও মৎস্যভবনমুখী রাস্তাও বন্ধ রয়েছে। ফলে নানা শ্রেণি-পেশার মানুষ তাদের গাড়ি নিয়ে এসব রাস্তায় প্রবেশ করতে না পেরে বিড়ম্বনার কথা জানিয়েছেন। এদিকে চলমান আন্দোলন ঘিরে শাহবাগে আসতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ।

আতিয়ার রহমান নামে এক বাইক চালক বলেন, আমি পল্টন থেকে মিরপুর যাবো। ঢাকা ইউনিভার্সিটির ভেতর দিয়ে জাদুঘরের সামনের রাস্তা দিয়ে যাবো ভাবছি। কিন্তু এদিকে রাস্তা বন্ধ। রাস্তা যে বন্ধ এটাও তো জানি না। এখন অনেকদূর ঘুরতে হবে। সরকার দাবি মানলেই তো পারে। আর এ আন্দোলন উপদেষ্টার বাসার সামনেই হতে পারে তাহলে তো আমাদের ভোগান্তি হয় না।

ইকরামুল নামের আরেক মোটরসাইকেল চালক বলেন, প্রতিদিন কোনো না কোনো রাস্তা বন্ধ থাকে। এমন চলতে থাকলে প্রতিদিন ঘোষণা দিয়ে দিক আজ এই রাস্তা বন্ধ থাকে কাল ওই রাস্তা। যত ভোগান্তি সাধারণ মানুষের।

গতকাল শুক্রবার বিকেল থেকে শাহবাগে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন ছাত্র-জনতা। এদিন হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের পাশের মঞ্চ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দেওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com