শুক্রবার, ২৪ মে ২০২৪, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যৌতুকবিরোধী কার্যক্রম পরিচালনা সংক্রান্ত সমন্বয় কমিটির সভা রাশিয়ায় অভিবাসী হোস্টেলে আগুন, নিহত অন্তত ৮ পারিবারিক সম্পদে বোনদের অধিকারের ওপর গুরুত্বারোপ ভূমিমন্ত্রীর লালমনিরহাট রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান বান্দরবানে কুকি-চিনের দুই সদস্য নিহত জোটের শরিক নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ১২০ কি.মি গতিতে বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল ১১ দফা দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নৌযান শ্রমিকদের ডিবি কার্যালয়ে কলকাতার তদন্ত সংশ্লিষ্ট স্পেশাল টিম ঋণের চাপে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করেন আলী হোসেন চূড়ান্ত হচ্ছে নতুন কারিকুলামে মূল্যায়ন পদ্ধতি অভিবাসী কর্মীদের সুরক্ষিত রাখতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী বিএনপি ষড়যন্ত্র নির্ভর দল: নানক সহকারী কর কমিশনারের বিরুদ্ধে ২ কোটি টাকার দুর্নীতি মামলা গণমাধ্যমে শৃঙ্খলা আনার কাজ করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী আনারের খুনিদের প্রায় চিহ্নিত করে ফেলেছি : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ ছাড়া এককভাবে মশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় : তাজুল ইসলাম এমপি আনার হত্যার তদন্তে দুই দেশের গোয়েন্দা সংস্থা কাজ করছে তাপপ্রবাহ অব্যাহত থাকলেও কিছু জায়গায় বৃষ্টির আভাস চার্জার লাইটের ভেতরে ৫ কোটি টাকার সোনা, ২ বিদেশি গ্রেপ্তার

এক্সের এক ভিডিও থেকে ২ কোটি ৭৩ লাখ টাকা আয়

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭ বার পড়া হয়েছে

এক্স অর্থাৎ সাবেক টুইটার। ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্টটি নানান কারণে আলোচনায় থাকে সারাক্ষণ। কখনো ইলন মাস্কের বিভিন্ন কঠোর সিদ্ধান্ত কখনো নতুন ফিচার। তবে এসবের কারণে ব্যবহারকারীরা বিরক্ত হয়েছেন বারবার। যার ফলে এক্সে ব্যবহারকারীর সংখ্যাও কমেছে।

তবে নতুন কারণে খবরের শিরোনামে এবার ইলন মাস্কের এক্স। যারা নিয়মিত সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন অথচইউটিউবে তার সাবস্ক্রাইবার সংখ্যা 23.6 কোটি। প্রত্যেক ভিডিয়োতেই কয়েক কোটি ভিউ হয়। ইউটিউবের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তুমুল জনপ্রিয় মিস্টার বিস্ট। যার আসল নাম জেমস স্টিফেন।

এই আমেরিকান ইউটিউবার সম্প্রতি টুইটার (বর্তমানে এক্স) প্ল্যাটফর্মে প্রথম ভিডিও আপলোড করেছেন। প্রথম ভিডিও থেকে তিনি আয় করেছেন ২ লাখ ৬৩ হাজার ৬৫৫ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৭৩ লাখ টাকার সমান।

প্রমাণস্বরূপ অ্যাকাউন্ট অ্যানালেটিক্সের একটি স্ক্রিনশটও দিয়েছেন ইউটিউবার। এই অঙ্ক দেখে অবাক খোদ ইউটিউবারও। কেন এত টাকা আয় করেছে সেই কথাও জানিয়েছেন মিস্টার বিস্ট। তিনি জানিয়েছেন, বিজ্ঞাপনদাতারা দেখেছেন যে ভিডিওটি অ্যাটেনশন পাচ্ছে তাই তারা সেখানে বিজ্ঞাপন যুক্ত করায়, প্রতি ভিউ-এ রেভেনিউ বৃদ্ধি পেয়েছে।

গত বছর থেকে এক্স প্ল্যাটফর্মে একাধিক বদল করেছেন ইলন মাস্ক। পাল্টেছে মনিটাইজেসন পলিসিও। ক্রিয়েটরদের আহ্বান জানিয়েছেন ইলন মাস্ক। সাধারণ ইউজারদের জন্য আনা হয়েছে ব্লু টিক বা পেইড ভেরিফায়েড সাবস্ক্রিপশন। মিস্টার বিস্ট এই ভিডিও পরীক্ষার জন্য আপলোড করেছেন। তিনি দেখতে চাইছিলেন ইউটিউবের তুলনায় কেমন পারফর্ম করে এই ভিডিও।

সম্প্রতি ক্রিয়েটরদের জন্য ইউটিউবের সঙ্গে এক্সকে তুলনা করা শুরু হয়েছে। যদিও মিস্টার বিস্ট মনে করেন, এই তুলনা হয় না। ক্রিয়েটরদের টাকা দেওয়ার ক্ষেত্রে ইউটিউবের সঙ্গে পারবে না এক্স। আর তারপর থেকেই এক্সে সর্বত্র ছেয়ে গিয়েছে মিস্টার বিস্টের ভিডিও যার শিরোনাম ‘১ ডলার গাড়ি বনাম ১.০০,০০০,০০০ ডলার গাড়ি’।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com