মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১৫৬ উপজেলায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা মত প্রকাশের স্বাধীনতায় ১২৮তম বাংলাদেশ পানিতে ডুবে দুই সন্তানের মৃত্যু, শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা ঘর পাচ্ছে আরও ২০ হাজার ভূমিহীন পরিবার বাংলাদেশে চালের উৎপাদন বেড়েছে চারগুণেরও বেশি বাজার মনিটরিংয়ের বিষয়টি আবার সচল করা হবে জামায়াত নেতা এটিএম আজহারের দুই বছরের কারাদণ্ড নিষেধাজ্ঞায় তাদের অপকর্ম থামেনি: ফখরুল ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা চট্টগ্রামে নির্বাচনে সংঘর্ষ, অতিরিক্ত পুলিশ মোতায়েন উপজেলা নির্বাচন : স্ট্রোক করে মারা গেছেন ১ ভোটার ও ১ আনসার ‘ভাইদের কোনো লাইসেন্স ছিল প্রমাণ দিতে পারলে শাস্তি মেনে নেব’ ভূতের গলিতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু পুলিশি বাধায় বাংলাদেশ ব্যাংকের সামনে যেতে পারেনি গণসংহতির মিছিল ‘আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা নিয়ে আমার কোনো মন্তব্য নেই’ ভিসানী‌তির অধীনে সাবেক সেনাপ্রধানকে নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র কুড়িগ্রামে জাল ভোট দিতে গিয়ে আটক ১, ১৫ দিনের সাজা রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে মার্কিন ভূমিকার অভিযোগ অস্বীকার যুক্তরাষ্ট্রের গোটা বাংলাদেশ কাঁটাতারের বেড়ায় আটকে আছে : রিজভী শরীয়তপুরে চেয়ারম্যানপ্রার্থীর সমর্থকদের হামলায় ১০ সাংবাদিক আহত

পাওনা পরিশোধে ব্যর্থতা : শতভাগ ব্লকড আমরা টেকনোলজিসের ব্যান্ডউইথ

বাংলা৭১নিউজ,ঢাকা:
  • আপলোড সময় সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১০ বার পড়া হয়েছে

বিপুল পাওনা টাকা পরিশোধ করতে না পারায় এবার শতভাগ ব্লক করা হয়েছে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠান ‘আমরা টেকনোলজিস’ এর ব্যান্ডউইথ। এরফলে ইন্টারনেট সেবাদাতা এই প্রতিষ্ঠানের নতুন করে সংযোগ দেওয়া বা বিদ্যমান সংযোগগুলোর আপগ্রেডেশন কার্যক্রমে সাময়িক স্থবিরতা তৈরি হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানিটির বিজনেস ডেভেলপমেন্ট অফিসার সিনহা বিন হুমায়ুন। 

 তিনি বলেন, বিটিআরসির নির্দেশনা অনুযায়ী আমাদের ব্যান্ডউইথ শতভাগ কেপিং করা হয়েছে। আমরা বিটিআরসির এই সিদ্ধান্তের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। তবে এটি আমাদের চলমান ব্যবসায়িক কার্যক্রমকে সরাসরি প্রভাবিত করবে না। আসলে গত নভেম্বর মাস থেকেই আমাদের এ সংক্রান্ত সেবা বন্ধ রয়েছে। সম্প্রতি বিটিআরসি থেকেও নতুন আরেকটি নির্দেশনা আমরা পেয়েছি।

তিনি বলেন, অফিশিয়ালি আমরা বিষয়টি সমাধানের জন্য চেষ্টা করছি। তবে আমাদের যে ব্যান্ডউইথ কেপিং হয়েছে সেটি আমাদের চলমান ব্যবসায় কোনও প্রভাব ফেলবে না। এটি হচ্ছে সাময়িক সময়ের জন্য নির্দেশনা। আইজি ব্যবসা গত নভেম্বর মাস থেকেই বন্ধ রয়েছে। আমরা এখন চেষ্টা করছি বিটিআরসির যাবতীয় বকেয়া পরিশোধ করে দেওয়ার জন্য।

এর আগে গত বছরের নভেম্বরে এবং চলতি বছরের জানুয়ারি মাসে সরকারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বকেয়া পরিশোধ করতে না পারায় এই প্রতিষ্ঠানটির ব্যান্ডউইথ ব্লক করেছিল।

জানুয়ারি মাসে প্রায় ২২ কোটি ৬৪ লাখ ৬৬ হাজার টাকার রাজস্ব পরিশোধ না করায় আমরা টেকনোলজিসের ৮০ শতাংশ ব্যান্ডউইথ ব্লক করে বিটিআরসি। আর তার আগে গত বছরের নভেম্বর মাসে সাড়ে ৩০০ কোটি টাকারও বেশি বকেয়ার অভিযোগে দেশে ইন্টারনেট সেবা দানকারী ১৯টি কোম্পানির সংযোগ সীমিত করেছিল বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। সেসময়ও বকেয়ার অভিযোগে আমরা টেকনোলজিসের ব্যান্ডউইথ সীমিত করা হয়েছিল।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com