প্রাদেশিক পরিবহন মুখপাত্র উনাথি বিনকোস কর্মকর্তা সম্প্রচারমাধ্যম নিউজরুম আফ্রিকাকে জানান, স্থানীয় সময় শনিবার দিবাগত মধ্যরাতে জোহানেসবার্গ থেকে প্রায় এক হাজার কিলোমিটার দক্ষিণে পূর্ব কেপ শহর মাকোমার কাছে দুর্ঘটনাটি ঘটে। এতে ১৫ জন নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছে।