রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। প্রায় আধ ঘণ্টা এই অবরোধ চলার পর অবরোধ তুলে নেন তারা।
বুধবার (৬ আগস্ট) বেলা পৌনে একটার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এতে সায়েন্স ল্যাব মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তি সৃষ্টি হয়।
অবরোধকারী শিক্ষার্থীরা সাত কলেজের বলে জানা গেছে।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শিক্ষার্থীরা সংবাদ ব্রিফিং করার পর সড়ক ছাড়েন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
বাংলা৭১নিউজ/এবি