প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৫, ৯:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৫, ৫:০৫ পি.এম
দ. আফ্রিকায় মিনিবাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৫
দক্ষিণ আফ্রিকার গ্রামাঞ্চলে রাতের বেলায় একটি যাত্রীবাহী মিনিবাস ট্যাক্সি ও একটি পিকআপ ট্রাকের সংঘর্ষে ১৫ জন নিহত ও অনেকেই আহত হয়েছে। দেশটির পরিবহন কর্মকর্তারা রবিবার এ তথ্য জানিয়েছেন।
প্রাদেশিক পরিবহন মুখপাত্র উনাথি বিনকোস কর্মকর্তা সম্প্রচারমাধ্যম নিউজরুম আফ্রিকাকে জানান, স্থানীয় সময় শনিবার দিবাগত মধ্যরাতে জোহানেসবার্গ থেকে প্রায় এক হাজার কিলোমিটার দক্ষিণে পূর্ব কেপ শহর মাকোমার কাছে দুর্ঘটনাটি ঘটে। এতে ১৫ জন নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছে।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিনকোস আরো বলেন, নিহতদের মধ্যে উভয় যানবাহনের চালকও রয়েছেন। আর বাকি মিনিবাসটির ১৩ জন যাত্রী। মিনিবাসটি কন্স শহর থেকে প্রায় এক হাজার কিলোমিটারের দূরে কেপটাউনে যাচ্ছিল বলে জানা গেছে।
তবে কিভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা জানার জন্য তদন্ত করা হবে। দক্ষিণ আফ্রিকার উন্নত ও ব্যস্ত সড়কব্যবস্থা রয়েছে। তার পরও দেশটিতে সড়ক দুর্ঘটনার হার বেশি, যার বেশির ভাগই দ্রুতগতি, বেপরোয়া গাড়ি চালানো ও অনুপযুক্ত যানবাহনের কারণে হয়ে থাকে। রোড ট্রাফিক ম্যানেজমেন্ট করপোরেশনের সর্বশেষ তথ্য অনুসারে, ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় ১১ হাজার ৮০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে, যার মধ্যে পথচারী প্রায় ৪৫ শতাংশ।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025