মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন

আদানি চুক্তিতে ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ আমদানিতে প্রায় ৪০ কোটি ডলারের শুল্ক ‘ফাঁকির’ অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে রেকর্ডপত্র চেয়ে ইতোমধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চিঠি পাঠানো হয়েছে।

বহুল আলোচিত এ চুক্তিতে স্বৈরাচার শেখ হাসিনার মুখ্য সচিব ও তৎকালীন বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউসসহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সংশ্লিষ্টদের যোগসাজশ খুঁজে দেখছে দুর্নীতি দমন কমিশন।

এর আগে ২০২৪-২৫ অর্থবছরের জুলাই নাগাদ আদানি গ্রুপের কাছ থেকে আমদানি করা বিদ্যুতের বিপরীতে ৩৯ কোটি ৭৩ লাখ ৭১ হাজার ৪৬৭ ডলারের ‘শুল্ক ও কর ফাঁকি’ দেয়া হয় বলে এনবিআরের তদন্তে উঠে আসে। এছাড়াও আলোচিত এ চুক্তির সময় সংশ্লিষ্ট সংস্থাকে পাশ কাটিয়ে ‘শুল্ক ও কর অব্যাহতি’ দেয়া হয় বলেও এনবিআরের তদন্তে উঠে এসেছে।

সূত্র: চ্যানেল ২৪

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com