মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

আব্রাহাম চুক্তিতে যোগ দেয়ার মার্কিন প্রস্তাবে ‘অস্বীকৃতি’ সিরিয়ার

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আব্রাহাম চুক্তিতে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে সিরিয়া।

এছাড়া সিরিয়ায় বিদেশি যোদ্ধাদের অবস্থান ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার কথা জানিয়েছে দামেস্ক।

‘আল-কুদস আল-আরবির’ উদ্ধৃতি দিয়ে গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করার শর্তে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রস্তাব দিয়েছিল ওয়াশিংটন।

আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে ট্রাম্পের উদ্যোগে ২০২০ সালের শেষে দিকে আব্রাহাম অ্যাকর্ডস বা আব্রাহাম চুক্তি সই হয়।

সেই চুক্তিতে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সই করেছিল। সম্প্রতি সিরিয়ার নতুন সরকারকেও আব্রাহাম চুক্তিতে যোগ দেয়ার প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ওয়াশিংটনের দেয়া সেই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে দামেস্ক।

তবে চুক্তিতে যোগ দিতে অস্বীকৃতি জানালেও সিরিয়ার সরকার জোর দিয়ে বলেছে, তারা এমন একটি রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ যা এই অঞ্চলের কোনো পক্ষকে হুমকি দেয়ার চেষ্টা করবে না।

দামেস্কের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে দেশটিতে থাকা বিদেশি যোদ্ধাদের অপসারণ এবং তাদের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর শর্ত দিয়েছে ওয়াশিংটন। এই বিষয়ে সিরিয়ার ইসলামপন্থী’ সরকার জানিয়েছে, যেকোনো পদক্ষেপ নেয়ার আগে বিষয়টি নিয়ে মার্কিন পক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা প্রয়োজন।

চলতি মাসের মাঝামাঝিতে সিরিয়ায় সফর করেন মার্কিন কংগ্রেস সদস্য কোরি মিলস। পরে ওয়াশিংটনে সংবাদমাধ্যমকে কোরি মিলস বলেন, সিরিয়া সফরে দেশটির ওপর থাকা মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের জন্য কী কী পদক্ষেপ দরকার এবং ইসরায়েলের সঙ্গে শান্তির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

রিপাবলিকান এই কংগ্রেসম্যান দাবি করেন, প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন সিরিয়া ‘সঠিক পরিস্থিতিতে’ প্রয়োজনে আব্রাহাম চুক্তিতেও যোগ দিতে প্রস্তুত।

সূত্র : মিডল ইস্ট মনিটর

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com