শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সম্পর্ক উন্নয়নে একাত্তরের ইস্যু অবশ্যই সমাধান করা উচিত : এনসিপি ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৭ ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ : প্রেসসচিব ঢাকার পরিবেশ রক্ষায় সামগ্রিক ব্যবস্থার পরিবর্তন জরুরি: পরিবেশ উপদেষ্টা জোড়াতালি দিয়ে পরিবর্তন সম্ভব নয় : মির্জা ফখরুল ১৩ বছর পর ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা ১৩ বছর পর ঢাকার পথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নির্বাচন নিয়ে সরকার চাপ দিলে পদত্যাগ করব : সিইসি পাকিস্তানি ব্যবসায়ীরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আগ্রহী

সীমান্তে উত্তর কোরিয়ার সেনাদের ওপর গুলি চালিয়েছে দক্ষিণ কোরিয়া

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

উত্তর কোরিয়া অভিযোগ করেছে, দক্ষিণ কোরিয়ার সেনারা সীমান্তের কাছে ১০টিরও বেশি গুলি ছুড়েছে তাদের দিকে। পিয়ংইয়ং জানিয়েছে, শনিবার দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী একটি মেশিনগান থেকে গুলি চালায়, যা ‘সামরিক সংঘাতের উসকানি’ হিসেবে আখ্যায়িত করেছে তারা।

উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, গুলি চালানোর ঘটনাটি ঘটে গত মঙ্গলবার, যখন উত্তর কোরিয়ার সেনারা দুই কোরিয়ার মধ্যে বিভাজনকারী ডিমিলিটারাইজড জোন-এর সীমান্তে প্রতিরক্ষা সংহতকরণের কাজ করছিল।

দেশটির পিপলস আর্মির ভাইস চিফ অফ দ্য জেনারেল স্টাফ কো জং চোল এক বিবৃতিতে বলেন, এটি একটি অত্যন্ত গুরুতর উসকানি, যা দক্ষিণ সীমান্ত অঞ্চলের পরিস্থিতিকে অনিয়ন্ত্রিত পর্যায়ে নিয়ে যেতে পারে। যেখানে বিপুলসংখ্যক সেনা মুখোমুখি সংঘর্ষে জড়াতে পারে এবং তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

তিনি আরও বলেন, দক্ষিণ কোরিয়ার উচিত তাদের পূর্বপরিকল্পিত এবং ইচ্ছাকৃত উসকানি অবিলম্বে বন্ধ করা।

উত্তর কোরিয়ার এ অভিযোগের পর শনিবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীও বিষয়টি স্বীকার করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, দক্ষিণ কোরিয়া এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্তের কাছে উত্তর কোরিয়ার কিছু সেনা সামরিক সীমানা রেখা সংক্ষিপ্তভাবে অতিক্রম করে। এ কারণে সতর্কতামূলক গুলি ছোড়া হয়।

সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ জানায়, ডিমিলিটারাইজড জোন-এর কেন্দ্রীয় ফ্রন্টলাইনে উত্তর কোরিয়ার কয়েকজন সেনা সামরিক সীমানা রেখা অতিক্রম করে, যার পরিপ্রেক্ষিতে আমাদের সেনারা সতর্কতামূলকভাবে গুলি চালায়।

এর আগে চলতি বছরের এপ্রিল মাসের গোড়াতেও এমন একটি ঘটনা ঘটে, যখন উত্তর কোরিয়ার ১০ জন সেনা সীমান্ত অতিক্রম করলে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী সতর্কতামূলক গুলি চালায়। দুই কোরিয়ার মধ্যে সীমান্ত সংঘর্ষের ঘটনা বাড়তে থাকায় অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

সূত্র: কেসিএনএ ও আল-জাজিরা।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com