শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেন গুরিয়নের ফ্লাইট স্থগিত

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

ইয়েমেন থেকে ছোড়া হুতি বিদ্রোহীদের একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করার পর দেশটির কেন্দ্রীয় অঞ্চলে সাইরেন বেজে ওঠে। শুক্রবারের এ ঘটনার জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট।

ইসরায়েলি গণমাধ্যমের বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম শাফাক নিউজ জানায়, ক্ষেপণাস্ত্রটি মাঝ আকাশেই ভেঙে যায়। ফলে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা এটি সম্পূর্ণভাবে আটকাতে ব্যর্থ হয়। পরবর্তীতে এর কিছু অংশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকানো সম্ভব হলেও, কিছু ধ্বংসাবশেষ লড শহরের কাছে গ্যানাটন এলাকার একটি আঙিনায় পড়ে। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

ইসরায়েলের জরুরি সেবাদানকারী সংস্থা মাগেন ডেভিড আদম (এমডিএ) সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, সরাসরি কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও, আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে কয়েকজন মানুষ আহত হয়েছেন।

এর আগে, শুক্রবার সকালে ইয়েমেন থেকে ছোড়া হুতিদের একটি ড্রোন সফলভাবে প্রতিহত করে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা।

এছাড়া গাজা সীমান্তবর্তী একাধিক এলাকায়ও সতর্কতামূলক সাইরেন বাজে। প্রথমে বনি নেটজারিম ও নাভেহ এলাকায় সতর্কতা জারি করা হয়, পরে তা ছড়িয়ে পড়ে ডেকেল, তালমি ইয়োসেফ, মিভতাহিম, আমিওজ, ইয়েশা, এসদে নিটজান ও ইন হাবেসর পর্যন্ত।

তবে এ হামলা বিষয়ে এখনো হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com