বাংলা৭১নিউজ, মানিকগঞ্জ: হঠাৎ করে ঘন কুয়াশা দেখা দেয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল।
প্রায় পৌনে তিন ঘণ্টা পর আজ সকাল ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে।
ভোর সোয়া ৫টার দিকে ফেরি চলাচল বন্ধ হলে মাঝ পদ্মায় যাত্রী ও যানবাহন নিয়ে চারটি ফেরি নোঙর করে। আর পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে ১২টি ফেরি অবস্থান করতে বাধ্য হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, কুয়াশার কারণে প্রায় পৌনে তিন ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী পরিবহনগুলো পারাপার করা হচ্ছে।
বাংলা৭১নিউজ/সিএইস