বাংলা৭১নিউজ,সিরাজগঞ্জ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বহনকারী হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে।
ঢাকা থেকে নওগাঁ যাওয়ার পথে আজ বেলা সোয়া ১১টার দিকে এটি সিরাজগঞ্জের তাড়াশের দেশীগ্রাম ইউনিয়নের পীরশিন গ্রামে অবতরণ করে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী নওগাঁয় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় অংশ নিতে যাচ্ছিলেন।
এ সময় তার সফরসঙ্গী ছিলেন- দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
সকাল ১০টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পৌঁছার পর মেঘ ও কুয়াশার কবলে পড়ে স্থানীয় দেশিগ্রাম ইউনিয়নের ক্ষিরসিন আদিবাসী পল্লী এলাকায় হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে।
খবর পেয়ে তাৎক্ষণিক তাড়াশ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক ও দেশীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ঘটনাস্থলে গিয়ে মন্ত্রী ও অন্যান্য নেতাদের খোঁজ-খবর নেন।
এ সময় এলাকাবাসী মন্ত্রীসহ অন্যান্য অতিথিদের ফল ও খাবার দিয়ে আপ্যায়ন করে।
সেখানে ওবায়দুল কাদের প্রায় ১৫ মিনিট অবস্থান করেন। কুয়াশা কমে গেলে ওবায়দুল কাদেরকে নিয়ে হেলিকপ্টারটি আবার নওগাঁ যায়।
তবে এই ১৫ মিনিটের অবস্থানে মন্ত্রীকে দেখতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনতা ভিড় করেন।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘মেঘ ও কুয়াশার কারণে দিক নির্ণয় করতে না পারায় পাইলট হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে বাধ্য হন।’
তাড়াশ উপজেলা চেয়ারম্যান আবদুল হক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল কুদ্দুসও একই কথা জানান।
তারা বলেন, ‘হঠাৎ করে কুয়াশা দেখা দিলে মন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে। প্রায় ১৫ মিনিট পর নওগাঁর উদ্দেশে হেলিকপ্টারটি তাড়াশ ছেড়ে যায়।’
এ সময় এই দুই জনপ্রতিনিধি জানান, মন্ত্রী তাদের সঙ্গে সৌহাদ্যপূর্ণ আলাপ করেছেন। এলাকার বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিয়েছেন।
বাংলা৭১নিউজ/এম