রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহু প্রতীক্ষিত বৈঠক শুক্রবার আলাস্কায় অনুষ্ঠিত হবে। ওয়াশিংটন সময় বিকেল ৩টা ৩০ মিনিট এই আলোচনা শুরু হবে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।
ক্রেমলিন জানিয়েছে, রুশ প্রতিনিধিদলে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোউসোভ, পশ্চিমা নিষেধাজ্ঞার জবাব সমন্বয়কারী অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানোভ, রুশ সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান কিরিল দিমিত্রিয়েভ এবং উশাকভ নিজে।
ক্রেমলিন আরও জানিয়েছে, বৈঠক শেষে একটি যৌথ সংবাদ সম্মেলন হবে। ‘ইউক্রেন সংকটের সমাধান’ বৈঠকের মূল এজেন্ডা, যা নিয়ে আগের আলোচনার ভিত্তিতে এবার বিস্তারিত কথা হবে। এছাড়া বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা ও বৈশ্বিক নিরাপত্তা বিষয়ও আলোচনায় আসবে।
উশাকভ জানান, বৈঠক কতক্ষণ চলবে তা আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করবে। নির্ধারিত সময়সূচি থাকলেও শেষ সময় সম্পূর্ণভাবে দুই প্রেসিডেন্টের সিদ্ধান্তে নির্ভর করবে। আলোচনা শেষ হতেই রুশ প্রতিনিধি দল ‘অবশ্যই’ যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যাবে।
এদিকে আলোচিত এই বৈঠকের প্রস্তুতির জন্য মঙ্গলবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস সাংবাদিকদের বলেন, ‘উভয় পক্ষ সফল একটি অনুষ্ঠানের জন্য নিজেদের অঙ্গীকার নিশ্চিত করেছে।’
তিনি জানান, পুতিনই বৈঠকের অনুরোধ করেছিলেন, যা শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই বৈঠককে পুতিনের জন্য ‘ব্যক্তিগত বিজয়’ হিসেবে বর্ণনা করেছেন। ইউক্রেন আক্রমণের পর ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে পশ্চিমা বিশ্ব পুতিনকে বর্জন করে আসছিল।
বাংলা৭১নিউজ/এবি