বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকরা স্থানীয় শ্রমিকদের মতো সুবিধা পাবেন দুদক সংস্কার কমিশনের প্রস্তাব ১-২ মাসের মধ্যে বাস্তবায়ন : আসিফ নজরুল গত বছরের ৫ আগস্টের পর অপুর সঙ্গে দেখা হয়নি: আসিফ মাহমুদ মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে হজকে মুক্ত করার চেষ্টা করা হচ্ছে : ধর্ম উপদেষ্টা উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়া ‘খুবই গুরুতর পরিণতি’ ভোগ করবে: ট্রাম্প গ্লোবাল প্লাস্টিকস চুক্তির খসড়া প্রত্যাখ্যান, দূষণ রোধে কঠোর পদক্ষেপের দাবি দায়িত্বগ্রহণের এক বছর, আমি প্রতিদিনই নতুন কিছু শিখেছি: প্রেস সচিব গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১০০, ক্ষুধা-অপুষ্টিতে মৃত্যু ৮ জনের গণহত্যায় প্ররোচনাকারি ৩১ সাংবাদিকের মামলা, তদন্ত করবে পিবিআই

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত, আতঙ্কে ৫০ হাজার মানুষ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

নদী ভাঙনের পর চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে করে নদীপাড়ে বসবাসকারী প্রায় ৫০ হাজার মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। বন্যা উপদ্রুত এলাকায় খাবার পানিসহ খাদ্য সংকট দেখা দিয়েছে।

ইতিমধ্যে বন্যার পানিতে ৮ হাজার ৩’শ কৃষকের আমন ধান, হলুদ, ভুট্টাসহ ২ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পদ্মায় পানি বৃদ্ধি পেলেও জেলায় বন্যার আশঙ্কা নেই। 

সূত্রমতে, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীতে পানি বেড়েছে ৩ সেন্টিমিটার। তবে এখনও বিপদসীমার প্রায় ৩৭ সে. মিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এদিকে গত ৫-৬দিন ধরে পানি বৃদ্ধির ফলে পদ্মা পাড়ের মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। সদর ও শিবগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এতে প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। অনেকেই বাড়িঘর ছেড়ে উঁচু জমিতে আশ্রয় নিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের মানুষ। কারণ সেখানে নদী ভাঙনের মধ্যেই শুরু হয়েছে বন্যা। ফলে সেখানকার মানুষদের ভোগান্তি বেড়েছে। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী জানান, বন্যার পানিতে নিম্নাঞ্চলের ৮ হাজার ৩’শ কৃষকের ২ হাজার হেক্টর জমির আমন, ভুট্টা, হলুদসহ শাক-সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো নূরুল ইসলাম জানান, চলতি বন্যায় দ্রুত আলাতুলী ইউনিয়নের চর আলাতুলী, আলাতুলী, কোদালকাঠি ও নারায়নপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এক হাজার পরিবারের মাঝে চাল বিতরণ করা হবে। 

অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব জানান, সদর ও শিবগঞ্জ উপজেলার নারায়ণপুর, বাতাসমোড়, পাকার ঘাট, মনোহরপুর, ঝাইলপাড়া, মল্লিকপাড়া ও পোলাডাঙ্গা বিওপিব এলাকার ডান ও বাম তীর মিলে প্রায় ২৫ কিলোমিটার এখন ভাঙনের ঝুঁকিতে রয়েছে। বন্যার পানি কমলে ভাঙন তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পোলাডাঙ্গা বিওপি ও মনোহরপুর এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ও জিও টিউব ফেলে ভাঙন প্রতিরোধে কাজ চলছে।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com