বাংলা৭১নিউজ,চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার মজিবুর রহমান মইজ্যাসহ দুইজন নিহত হয়েছে।
পুলিশের দাবি, নিহত মইজ্যা ডাকাত সর্দার। তার নামে মতলব উত্তর থানায় ডাকাতি ও হত্যাসহ ৫টি মামলা রয়েছে।
ঘটনাস্থল থেকে চার রাউন্ড কার্তুজ, পাঁচটি রাম-দা ও কিরিচ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন- মজিবুর রহমান মইজ্যা (৪৮) উপজেলার ডুবগি গ্রামের মৃত মোজাফ্ফর আহমেদের ছেলে, হাবু সর্দার (৩০) লক্ষ্মীপুর সদর উপজেলার চর আলিহাসান গ্রামের খলিল সরদারের ছেলে।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গজরা ইউনিয়নের ডুবগি এলাকায় এ ঘটনা ঘটে।
মতলব উত্তর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার বলেন, উপজেলার ডুবগি এলাকায় কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায়। এসময় ডাকাতরা টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে শুরু হয় বন্দুকযুদ্ধ। এসময় অন্য ডাকাতরা পালিয়ে যায়।
পরে পুলিশ ঘটনাস্থলে দুইজনকে পড়ে থাকতে দেখে।
নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হবে।
এদিকে ঘটনাস্থল থেকে চার রাউন্ড কার্তুজ, পাঁচটি রাম-দা ও কিরিচ উদ্ধার করা হয়েছে।
ওসি জানান, নিহত মইজ্যা ডাকাত সর্দার। তার নামে মতলব উত্তর থানায় ডাকাতি ও হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে।
বাংলা৭১নিউজ/এন