বাংলা৭১নিউজ,নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুলিশের ভয়ে পালাতে গিয়ে পানিতে পড়ে খোকন (৪০) নামে এক মাদক ব্যবসায়ী মারা গেছেন।
রোববার রাত ৮টার দিকে চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের করিমপুরে এ ঘটনা ঘটে।
খোকন চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের করিমপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুর রহমান বলেন, রোববার রাত ৮টার দিকে মাদক ব্যবসায়ী খোকনকে ধরতে চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে খোকন পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাকে ধাওয়া করলে তিনি পুকুরে পড়ে যান। পরে পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলা৭১নিউজ/সিএইস