নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ আজ। রোববার (৩ আগস্ট) বিকেল ৪টার পর থেকে সমাবেশস্থলে আসতে শুরু করছেন দলটির নেতাকর্মীরা।
সমাবেশে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, জেষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীনসহ কেন্দ্রীয় নেতারা।
সমাবেশ ঘিরে ঢাকার বিভিন্ন স্থান থেকে দলে দলে সমাবেশে অংশ নিচ্ছেন দলটির নেতাকর্মীরা। সরেজমিনে দেখা গেছে, সমাবেশে এনসিপির ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ থেকে নেতাকর্মীরা এসেছেন। এছাড়া উত্তরা, মোহাম্মদপুর এলাকা থেকেও নেতাকর্মীরা এসেছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ