বাংলা৭১নিউজ,ঢাকা : দলীয় ৩০ রানের মাথায় ড্যান্সিং ডাউন দ্যা উইকেটে এসে বড় শর্ট খেলতে গিয়ে মিড অফে টিম সাউদির হাতে ধরা পড়েন তামিম ইকবাল। আউট হওয়ার আগে ৩ চারে ২৩ বলে ১৬ রান করেছেন তামিম।
তামিমের পর সাব্বিরকে নিয়ে দেখে-শুনে ব্যাটিং করেন ইমরুল। বলের গুনাগুণ বিবেচনা করে ধীরে ধীরে এই জুটি কাঙ্ক্ষিত লক্ষ্যে এগোতে থাকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভার শেষে ১ উইকেটে ৭৭ রান সংগ্রহ করেছে মাশরাফিরা।
এর আগে টস জিতে বল হাতে শুরুতেই চমক দেখান দলনেতা মাশরাফি বিন মর্তুজা। মারটিন গাপটিলকে শূন্য রানে বিদায় করেন ম্যাশ। এরপর সাকিবের ঘূর্ণি সামলাতে বেশ হিমশিম খেতে হয় কিউই ব্যাটসম্যানদের। ১০ ওভার বল করে ৪৫ রান খরচায় ২টি উইকেট তুলে নেন সাকিব।
মূলত নিউজিল্যান্ডরে টুটি চেপে ধরার কাজটি করেছেন মাশরাফি। তাঁকে সঙ্গ দিয়েছেন তাসকিন। ৪৫ রান দিয়ে শিকার করেছেন ২টি উইকেট। বিপদজনক হয়ে ওঠার আগের কলিন্স মুনরোকে সরাসরি বোল্ড আর বাংলাদেশের ‘দুর্বলতা খুঁজে পাওয়া’ ফারগুসনকে ৪ রানে সাজঘরে পাঠান। পাঁচ নম্বর ব্যাটসম্যান জেমস নীশামকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন মোসাদ্দেক।
নেলসনে মুশফিক-মোস্তাফিজের মতো নির্ভরযোগ্য দুই তারকাকে ছাড়াই মাঠে নামে বাংলাদেশ। তারপরও খারাপ করেননি বাংলাদেশ। বেশ আঁটসাঁট বোলিং করেছে মাশরাফিরা। শেষমেশ নেইল ব্রুমের অপরাজিত ১০৯ রানে ভর করে ২৫১ রান সংগ্রহ করে ব্ল্যাক ক্যাপসরা।
আজকের ম্যাচে বাংলাদেশ দলে অভিষেক হয়েছে তিন ক্রিকেটারের। মুশফিকুর রহিমের জায়গায় নুরুল হাসান। মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকারের পরিবর্তে অভিষেক হয়েছে পেসার শুভাশিষ ও লেগ স্পিনার তানভীরের।
বাংলা৭১নিউজ/সি