কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ইভটিজিংকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাইফুল ইসলাম নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যায় কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকের মোহাম্মদ হোসেনের ছেলে। আহতরা হলেন- একই ক্যাম্পের সি ব্লকের সোনা মিয়ার ছেলে জোবাইর ও মোহাম্মদ আলমের ছেলে মোহাম্মদ রফিক।
১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।
রোহিঙ্গাদের বরাত দিয়ে তিনি জানান, রোববার সন্ধ্যার দিকে ইভটিজিংকে কেন্দ্র করে ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।