বাংলা৭১নিউজ, ঢাকা : বিপিএলে আজ লিগ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বরিশাল বুলস। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম থেকে যা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও সনি সিক্স।
১০ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্স রয়েছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। অন্যদিকে ১১ ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে বরিশাল বুলস।
প্রথম দেখায় বরিশাল বুলসকে ১২ রানে হারিয়েছিল রংপুর। আজ তারা জয় পায়, নাকি বরিশালের কাছে হার মানে সেটা দেখার বিষয়।
তার আগে চলুন দেখে নিই কেমন হতে পারে বরিশাল বুলস ও রংপুর রাইডার্সের সম্ভাব্য একাদশ।
রংপুর রাইডার্সের সম্ভাব্য একাদশ :
১. নাসির জামশেদ
২. শহিদ আফ্রিদি
৩. মোহাম্মদ মিথুন
৪. জিহান রূপাসিংহে
৫. লিয়াম ডসন
৬. জিয়াউর রহমান
৭. সৌম্য সরকার
৮. সোহাগ গাজী
৯. মুক্তার আলী
১০. আরাফাত সানী
১১. রুবেল হোসেন।
বরিশাল বুলসের সম্ভাব্য একাদশ :
১. জিভান মেন্ডিস
২. ডেভিড মালান
৩. ফজলে মাহমুদ
৪. মুশফিকুর রহিম
৫. থিসারা পেরেরা
৬. শাহরিয়ার নাফীস
৭. মনির হোসেন
৮. এনামুল হক (২)
৯. তাইজুল ইসলাম
১০. কামরুল ইসলাম রাব্বি
১১. রায়াত এমরিত।
বাংলা৭১নিউজ/এন