রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সোমবারের মধ্যে দলগুলোর কাছে যাবে জুলাই সনদের খসড়া : আলী রীয়াজ সেনাপ্রধানের ভূয়সী প্রশংসায় সারজিস যুক্তরাষ্ট্র গেলেন পররাষ্ট্র উপদেষ্টা ট্রাম্পের মধ্যস্থতায় এবার থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধবিরতিতে সম্মত গ্রিন শিপইয়ার্ড না হলে জাহাজভাঙা কারখানা বন্ধ করে দিতে হবে মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থান রুখে দাঁড়াবার এক মহাকাব্য : সংস্কৃতি উপদেষ্টা নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ক্ষমতা পরিবর্তনের ভয় না থাকলে সরকার দানবীয় হয়ে ওঠে : আসিফ নজরুল

নেত্রকোনায় মুখোমুখি দুই বাসের সংঘর্ষ, আহত ২০

নেত্রকোণা প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের ঠাকুরাকোনা ইটভাটার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর একটি বাস দুমড়ে-মুচড়ে যায় এবং অপরটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়।

আহতদের মধ্যে বাসচালক মিজানুর রহমান (৪৮) কিশোরগঞ্জ সদরের বাসিন্দা এবং হেলপার সেকু মিয়া (৪৪) নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা। ফায়ার সার্ভিসের কর্মীরা বাস কেটে তাদের উদ্ধার করে। 

এসময় আরও অন্তত ১৫-২০ জন যাত্রী ছোট-বড় আঘাতে আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নেত্রকোনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান জানান, কলমাকান্দা থেকে আসা বাসটি প্রায় ৩০ জন যাত্রী নিয়ে নেত্রকোনার দিকে আসছিল। বিপরীত দিক থেকে চট্টগ্রাম থেকে ধর্মপাশাগামী একটি বাসের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয়। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার তৎপরতা চালায়।

প্রত্যক্ষদর্শী মাহবুব হোসেন জানান, দুর্ঘটনার পর যাত্রীরা একে অন্যকে সহযোগিতা করে বাস থেকে বেরিয়ে আসেন। ফায়ার সার্ভিস আসার আগেই বেশিরভাগ যাত্রী গাড়ি থেকে বের হয়ে যান।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, তিনি দুর্ঘটনার বিষয়ে অবগত নন। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।

বাংলা৭১নিউজ/এমএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com