নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের ঠাকুরাকোনা ইটভাটার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর একটি বাস দুমড়ে-মুচড়ে যায় এবং অপরটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়।
আহতদের মধ্যে বাসচালক মিজানুর রহমান (৪৮) কিশোরগঞ্জ সদরের বাসিন্দা এবং হেলপার সেকু মিয়া (৪৪) নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা। ফায়ার সার্ভিসের কর্মীরা বাস কেটে তাদের উদ্ধার করে।
এসময় আরও অন্তত ১৫-২০ জন যাত্রী ছোট-বড় আঘাতে আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নেত্রকোনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান জানান, কলমাকান্দা থেকে আসা বাসটি প্রায় ৩০ জন যাত্রী নিয়ে নেত্রকোনার দিকে আসছিল। বিপরীত দিক থেকে চট্টগ্রাম থেকে ধর্মপাশাগামী একটি বাসের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয়। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার তৎপরতা চালায়।
প্রত্যক্ষদর্শী মাহবুব হোসেন জানান, দুর্ঘটনার পর যাত্রীরা একে অন্যকে সহযোগিতা করে বাস থেকে বেরিয়ে আসেন। ফায়ার সার্ভিস আসার আগেই বেশিরভাগ যাত্রী গাড়ি থেকে বের হয়ে যান।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, তিনি দুর্ঘটনার বিষয়ে অবগত নন। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।
বাংলা৭১নিউজ/এমএস
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025