মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০১:১৭ অপরাহ্ন

টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ গ্রেফতার ৪

কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে এক লাখ পঞ্চাশ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। 

সোমবার সকালে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, টেকনাফ সদর ইউপিস্থ ৩নং ওয়ার্ডের  তুলাতলী ঘাটে কতিপয় ব্যক্তিরা ইয়াবার একটি বড় চালান অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে রবিবার (২০ জুলাই) সন্ধ্যায় র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্প এর চৌকস দল ছদ্মবেশে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে জনৈক সুলতান আহাম্মদের ইঞ্জিন চালিত মাছ ধরার কাঠের নৌকার ভেতর থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার পিস ইয়াবা, একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন’সহ চারজন মাদক কারবারীকে গ্রেফতার করে। এই সময় তাদের সহযোগী আরও তিনজন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলো, আবদুল হাকিমের পুত্র মো. আব্দুস সালাম(৩৩), মৃত ফরিদ আলমের পুত্র মো. আব্দুল্লাহ(৩৫), মৃত আহমদ হোসেনের পুত্র মো. নজরুল ইসলাম প্রঃ কালু(৩৪), মৃত অলি আহমদের পুত্র মো. সামছুল আলম (৫২)। এরা সবাই টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলীর বাসিন্দা। 

উদ্ধারকৃত আলামত’সহ গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com