বাংলা৭১নিউজ, ঢাকা: আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে।
আজ সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মধ্য দিয়ে শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
এরপর সংক্ষিপ্ত অভ্যর্থনা ভাষণে তিনি সম্মেলনে আগত কাউন্সিলর, দেশী-বিদেশীসহ সকল অতিথিদের অভ্যর্থনা জানান।
তিনি বলেন, ‘আমি ২০তম জাতীয় সম্মেলনের উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। সম্মেলন সফল হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
পরে প্রধানমন্ত্রী সম্মেলন সঞ্চালনার জন্য ড. হাছান মাহমুদ ও অসিম কুমার উকিলকে দায়িত্ব দেন।
এরআগে সকাল ১০টা ৫ মিনিটের দিকে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে সঙ্গে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলন মঞ্চে এসে উপস্থিত হন প্রধানমন্ত্রী।
এ সময় আগতরা প্রধানমন্ত্রীকে স্লোগানে স্লোগানে শুভেচ্ছা জানান। তিনিও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
বাংলা৭১নিউজ/সিএইস