মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন

সংঘর্ষের ঘটনায় ঢাকা সিটি কলেজ দুই দিন বন্ধ ঘোষণা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে সহিংসতা এড়াতে বুধবার ও বৃহস্পতিবার সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৩টা ২৪ মিনিটে এক ঘোষণায় এ সিদ্ধান্ত জানান কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ এফ. এম. মোবারক হোসাইন।

তিনি বলেন, “শিক্ষার্থীদের কোনো ধরনের সংঘাতে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। পুরো বিষয়টি এখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ছেড়ে দিতে হবে। কলেজের অবকাঠামোগত ক্ষতির বিচার আমরা প্রশাসনের কাছে দিয়েছি। তারাই ক্ষতিপূরণ নিশ্চিত করবেন।”

তবে কলেজ বন্ধের ঘোষণার পরপরই কিছু শিক্ষার্থী সে সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে স্লোগান দিতে শুরু করেন।

এর আগে, দুপুরের পর থেকে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। সংঘর্ষের জেরে সায়েন্সল্যাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হলেও শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভে অংশ নেন।

সায়েন্সল্যাব মোড়ে সিটি কলেজের সামনে অবস্থান নেয় পুলিশ সদস্যরা। অন্যদিকে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে আগুন ধরিয়ে বিক্ষোভ করে। ফলে নীলক্ষেত থেকে সায়েন্সল্যাব পর্যন্ত সড়কে যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com