মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড চৌদ্দগ্রামের তিন মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি ৩ আগস্ট শহীদ মিনারে নতুন বাংলাদেশ গড়ার রূপরেখা ঘোষণা ‘ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টকে শক্তিশালী করতে ১০ বছরের প্ল্যান প্রণয়ন করা হবে’ নিরাপদ খাদ্যের অভাবে রপ্তানির সুযোগ কাজে লাগছে না: খাদ্য উপদেষ্টা রাষ্ট্র সংস্কারের সব বিষয়ে আমরা একমত হবো না: আলী রীয়াজ অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতির ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে: প্রেসসচিব কারিগরি শিক্ষার কোনও বিকল্প নেই: শিক্ষা উপদেষ্টা কেন ‘জুলাই’ অনিবার্য হয়ে উঠেছিল, জানালেন আসিফ মাহমুদ ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্যদিয়ে দেশে গণতন্ত্র ফিরবে : মির্জা ফখরুল

ট্রাম্পের চড়া শুল্ক কার্যকরের সময়সীমা বাড়লো ১ আগস্ট পর্যন্ত

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র খুব শিগগির কয়েকটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে যাচ্ছে এবং আগামী ৯ জুলাইয়ের মধ্যে অন্যান্য দেশকে নতুন শুল্কহার জানিয়ে দেওয়া হবে। এসব শুল্ক কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে। রোববার (৬ জুলাই) এসব কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিন নিউ জার্সিতে গলফ খেলে ওয়াশিংটন ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, কয়েকটি দেশের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে। একই সঙ্গে তিনি বলেন, যেসব দেশ চুক্তি করতে ব্যর্থ হবে, তাদের ওপর উচ্চহারে শুল্ক বসবে।

এর আগে গত এপ্রিল মাসে ট্রাম্প ১০ শতাংশভিত্তিক শুল্ক এবং ৫০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক ঘোষণা করেছিলেন। যদিও সেটি তৎক্ষণাৎ কার্যকর না করে ৯ জুলাই পর্যন্ত সময় দিয়েছিলেন। এখন নতুন সময়সীমা অনুযায়ী, উচ্চহারে শুল্ক কার্যকর হবে ১ আগস্ট থেকে।

মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, প্রেসিডেন্ট এখন শুল্কহার নির্ধারণ করছেন এবং যেসব দেশের সঙ্গে চুক্তি হচ্ছে না, তাদের চিঠি পাঠানো হবে।

ব্রিকসের জন্য হুঁশিয়ারি

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে জানান, সোমবার (৭ জুলাই) স্থানীয় সময় দুপুর ১২টা থেকে ওই চিঠি পাঠানো শুরু হবে। অন্য একটি পোস্টে তিনি আরও কঠোর অবস্থান ঘোষণা করে জানান, ব্রিকস জোটের সঙ্গে সম্পর্ক গড়া দেশগুলোর ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে তার।

ব্রিকস জোটে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা ছাড়াও নতুন সদস্য হিসেবে রয়েছে মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

রোববার ব্রিকস নেতারা গাজা ও ইরানে হামলার নিন্দা জানান এবং বৈশ্বিক প্রতিষ্ঠানে সংস্কারের আহ্বান জানিয়ে বলেন, উচ্চহারে শুল্ক বিশ্ব বাণিজ্যের জন্য হুমকি।

ট্রাম্পের নতুন শুল্ক পরিকল্পনায় ব্রিকস দেশগুলোর সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা ক্ষতিগ্রস্ত হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

ছাড় নেই ছোট দেশগুলোরও

এদিকে, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই বড় বড় বাণিজ্য চুক্তির ঘোষণা আসছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অগ্রগতি হচ্ছে।

তিনি আরও জানান, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য অল্প, এমন শতাধিক ছোট দেশকেও শিগগির শুল্ক বৃদ্ধির নোটিশ পাঠানো হবে।

হোয়াইট হাউজের জাতীয় অর্থনৈতিক পরিষদের প্রধান কেভিন হ্যাসেট বলেন, যেসব দেশ আন্তরিকভাবে আলোচনা করছে, তাদের জন্য সময়সীমা কিছুটা পেছাতে পারে। শেষ সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট।

হোয়াইট হাউজের আরেক উপদেষ্টা স্টিফেন মিরান বলেন, ইউরোপ ও ভারতের সঙ্গে আলোচনা নিয়ে আমি ভালো খবর পাচ্ছি। যেসব দেশ ছাড় দিতে প্রস্তুত, তারা তুলনামূলক কম শুল্ক পাবে।

মার্কিন বাণিজ্য ঘাটতির ৯৫ শতাংশ ১৮টি প্রধান অংশীদার দেশের সঙ্গে—তাদের সঙ্গেই মূল আলোচনা চলছে বলে জানান বেসেন্ট। কিন্তু ‘অনেক দেশ টানাটানি করছে’ বলেও অভিযোগ করেন তিনি।

সূত্র: রয়টার্স

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com