বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে হজকে মুক্ত করার চেষ্টা করা হচ্ছে : ধর্ম উপদেষ্টা উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়া ‘খুবই গুরুতর পরিণতি’ ভোগ করবে: ট্রাম্প গ্লোবাল প্লাস্টিকস চুক্তির খসড়া প্রত্যাখ্যান, দূষণ রোধে কঠোর পদক্ষেপের দাবি দায়িত্বগ্রহণের এক বছর, আমি প্রতিদিনই নতুন কিছু শিখেছি: প্রেস সচিব গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১০০, ক্ষুধা-অপুষ্টিতে মৃত্যু ৮ জনের বাংলাদেশ-চীনের সাংস্কৃতিক বন্ধন নতুন উদ্যম সৃষ্টি করবে: সংস্কৃতি উপদেষ্টা ৬০ টাকা কেজির চাল খাদ্যবান্ধবে ১৫ টাকায় পাওয়া যাবে : খাদ্য উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার শীর্ষ ব্যবসায়ী বুকহারির সাক্ষাৎ কোনো ব্যক্তি বা দলের কথায় নির্বাচন বন্ধ হবে না : অর্থ উপদেষ্টা

উত্তরসূরি নিয়ে অন্য কারো হস্তক্ষেপ চলবে না : দালাই লামা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে
ভারতে নির্বাসিত তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা তার উত্তরসূরি নির্ধারণে শুধুমাত্র তারই প্রতিষ্ঠিত ‘গাহদেন ফোড্রাং ট্রাস্ট’ সিদ্ধান্ত নিবেন। দালাই লামা বলেছেন, ‘এই প্রক্রিয়ায় বাইরের কেউ হস্তক্ষেপ করতে পারবে না।’

বুধবার এক ভিডিও বার্তা ও বিবৃতিতে দালাই লামা জানান, তার অনুপস্থিতিতে পরবর্তী দালাই লামাকে নির্বাচন করা হবে তিব্বতীয় বৌদ্ধ ঐতিহ্য ও নিয়মনীতি অনুযায়ী। এই ঘোষণাকে ঘিরে চীনের প্রতিক্রিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

তিব্বতের এই আধ্যাত্মিক নেতা বলেন, ‘পরবর্তী দালাই লামাকে নির্বাচন এবং পুনর্জন্ম শনাক্ত করার পুরো প্রক্রিয়াটি পরিচালিত হবে গাহদেন ফোড্রাং ট্রাস্ট-এর মাধ্যমে। এই বিষয়ে অন্য কারো হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।’

দালাই লামার ঘোষণার আগে উত্তর ভারতের ধর্মশালায় অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী ১৫তম তিব্বতীয় ধর্মীয় সম্মেলন। এতে অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো তিব্বতী ধর্মানুসারী জড়ো হন।

দলটির মুখপাত্র পেনপা সেরিং জানান, ‘বিশ্বজুড়ে তিব্বতীয়রা আন্তরিকভাবে দালাই লামাকে অনুরোধ করেছেন যাতে তিনি পরবর্তী উত্তরসূরির বিষয়টি বিবেচনায় নেন। তিনি সেই অনুরোধে সাড়া দিয়েছেন।’

এদিকে দালাই লামার ঘোষণার পরপরই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই সিদ্ধান্তকে তারা ‘অবৈধ ও গ্রহণযোগ্য নয়’ বলে মনে করে। বেইজিংয়ের দাবি অনুযায়ী, ‘পরবর্তী দালাই লামা নির্ধারণে চীনা সরকারের অনুমোদন প্রয়োজন।

এই প্রক্রিয়া চীনের আইন, ধর্মীয় রীতিনীতি ও ঐতিহাসিক রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।’চীন আরো দাবি করে, ‘লট ড্রয়িং’ পদ্ধতির মাধ্যমে স্বর্ণের পাত্র থেকে নাম বেছে নিয়েই দালাই লামা নির্বাচন করা উচিত —একটি পদ্ধতি চালু হয়েছিল ১৭৯২ সালে। যদিও এই পদ্ধতি বর্তমান দালাই লামার ক্ষেত্রে প্রয়োগ হয়নি।

সমালোচকদের মতে, এই প্রক্রিয়ার মাধ্যমে চীন দালাই লামার উত্তরসূরি বাছাইয়ে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। যদিও চীন এই অভিযোগ অস্বীকার করে থাকে।

তবে বুধবার তার বক্তব্যে এ বিষয়টি একেবারেই স্পষ্ট —পুনর্জন্ম এবং উত্তরাধিকার প্রথা বজায় রাখা হবে, এবং তা সম্পূর্ণভাবে তিব্বতীয় বৌদ্ধ ঐতিহ্য অনুসরণ করে হবে।চলতি সপ্তাহে দালাই লামার ৯০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের মন্ত্রীরা, বিশিষ্ট অতিথি ও হলিউড অভিনেতা রিচার্ড গেরে। জন্মদিন উদযাপন উপলক্ষে ধর্মশালায় এক বিশাল জনসমাগম হয়।

অনুষ্ঠানে দালাই লামাকে বলতে শোনা যায়, ‘একটি কাঠামোর মধ্য থেকে আমরা দালাই লামাদের প্রতিষ্ঠানের ধারাবাহিকতা নিয়ে আলোচনা করতে পারি।’

সূত্র : বিবিসি

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com