মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

অবশেষে থামলেন শান্ত, হলো না রেকর্ড

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

দিনের শুরু থেকেই খানিক আত্মবিশ্বাসের ঘাটতি ছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে। তবু আগেরদিনের ফর্মটাকে জিইয়ে রেখেছিলেন। দ্বিতীয় দিনে সকালের সেশনে হালকা সুইং ছিল শ্রীলঙ্কান পেসার আসিথা ফার্নান্দোর বলে। বিপদটাও ডেকেছেন তিনিই।

খানিক আগেই আসিথার বলে ছিল এলবিডব্লিউর আবেদন। তাতে আম্পায়ার সাড়াও দেন। কিন্তু রিভিউতে বেঁচে যান শান্ত। প্যাডে লাগার আগে বল স্পর্শ করেছিল শান্তর ব্যাট। সেই সুবাদেই টিকে যান তিনি। কিন্তু দ্বিতীয়বার পাওয়া জীবনটা কাজে লাগানো হয়নি। ড্যাডি সেঞ্চুরি থেকে মাত্র ২ রান দূরে থাকতেই আউট হন বাংলাদেশ অধিনায়ক। 

আসিথার ফুল লেন্থের বলটাকে সামনে ঠেলে দিতে চেয়েছিলেন। তবে ব্যাটের ফেইসে লেগে তা চলে যায় মিড অনের দিকে। সামনে ঝাঁপিয়ে দারুণ এক ক্যাচ নেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ১৪৮ রানে থামতে হয় শান্তকে। ভাঙে মুশফিকুর রহিমের সঙ্গে তার ২৬৪ রানের জুটি। এই আউটের পর শ্রীলঙ্কায় বাংলাদেশের সর্বোচ্চ পার্টনারশিপ এবং চতুর্থ উইকেটে দেশের হয়ে সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ডও আক্ষত থাকছে। 

নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসেছেন লিটন দাস। বাংলাদেশের স্কোর ৪ উইকেট হারিয়ে ৩১০ রান। আরেক সেঞ্চুরিয়ান মুশফিক অপরাজিত ১১১ রানে। 

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com