মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন

ভূমি উপদেষ্টা ও সচিবের সঙ্গে দেখা করলেন সারজিস

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

ভূমি অফিসসহ মাঠ পর্যায়ের ভোগান্তির সামগ্রিক বিষয় তুলে ধরে ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবের সঙ্গে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি৷

ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, অভ্যুত্থানের পরে বাংলাদেশের যতগুলো উপজেলায় যাওয়ার সুযোগ হয়েছে সব উপজেলায় কয়েকটি কমন বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তার মধ্যে একটি ভূমি অফিস। আর্থিক লেনদেন, জনগণকে হয়রানি, সাব-রেজিস্টার না থাকা থেকে শুরু করে জমি-জায়গা সংক্রান্ত পুরোনো কাগজপত্রের বোঝা মানুষের সেবাকে দুর্ভোগের জায়গায় নিয়ে গিয়েছে।

তিনি লেখেন, মাঠ পর্যায়ের ভোগান্তির সামগ্রিক বিষয়গুলো তুলে ধরার জন্য আজকে ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং ভূমি সচিব সঙ্গে সার্বিক বিষয়ে কথা বলি।

 

তিনি লেখেন, উভয়ে জানান, মাঠ পর্যায়ে ভূমি সেবা থেকে শুরু করে ভূমি সংক্রান্ত সবকিছু অনলাইনভিত্তিক করা হলে এবং দেশের বাইরে থেকে উন্নত প্রযুক্তি এনে সার্ভে, ম্যাপিং কমপ্লিট করতে পারলে এ সংক্রান্ত সমস্যা অনেকাংশে কমে আসবে।

পাশাপাশি ভূমি অফিসগুলোতে চাঁদাবাজ সিন্ডিকেটদের দৌরাত্ম্য অনেকাংশে কমে আসবে। সেই লক্ষ্যে তারা কাজ শুরু করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে সেটা অনেকাংশ দৃশ্যমান হবে।

তিনি আরও লেখেন, উপজেলার ভূমি অফিসগুলোতে টাকার খেলা, দলীয় চাঁদাবাজি, সাধারণ মানুষের হয়রানি বন্ধ করতে হবে।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com