বুধবার, ০১ মে ২০২৪, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রকৌশলী নিহত নিঃসঙ্গ নারীদের টার্গেট, আমেরিকায় নেওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা ধর্ষণের সময় চিৎকার, গলা চেপে ধরায় মারা যায় শিশু ঝুমুর মিরপুরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় ফুপু-ভাতিজা নিহত নাটোরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা জ্বালানি তেলের দাম বাড়লো দাবি আদায়ে প্রেসক্লাবে শ্রমিকদের সমাবেশ-র‌্যালি ট্রুডোকে উন্মাদ আখ্যা, কানাডার বিরোধী নেতাকে সংসদ থেকে বহিষ্কার রাজবাড়ীতে সেতু ভেঙে কাঁচা রাস্তা, আড়াই বছরেও হয়নি নির্মাণকাজ শ্রমিক-মালিক সুসম্পর্ক রেখে উৎপাদন বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির আভাস বিকাশ পেমেন্টে গোল্ড কিনে সঞ্চয় করা যাচ্ছে ‘গোল্ড কিনেন’ অ্যাপে বাড়ছে লবণাক্ততা, বরগুনায় সুপেয় পানির সংকট মিসাইল, হাজারো গ্রেনেডসহ কলম্বিয়ায় লাখ লাখ বুলেট চুরি ১ উইকেট পেলেই পার্পল ক্যাপ মোস্তাফিজের! বিকেলে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের অভিযান, কয়েক ডজন শিক্ষার্থী আটক বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে ফিরলেন ২০ বাংলাদেশি ৩ হাজার আপত্তিকর ভিডিও : ফেঁসে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রীর নাতি আজ মে দিবস পেটের দায় ‘দিবস’ বুঝে না

৩৩৯ রানের পাহাড় টপকাতে পারবে বাংলাদেশ?

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৭৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: মিরপুর টেস্টে ৮ উইকেটে ২০০ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল শ্রীলঙ্কা। আজ তৃতীয় দিনে মাত্র ১১.৫ ওভার টিকতে পেরেছে দলটি। তাইজুল ইসলাম বাকি ২ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস ২২৬ রানে গুটিয়ে দেন। এতে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়াল ৩৩৯ রান। শেরেবাংলা স্টেডিয়ামে কোনো দলই চতুর্থ ইনিংসে এত রান তাড়া করে জিততে পারেনি।

এ মাঠে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২০৮ রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে ইংল্যান্ডের। সেটা ২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশ এ মাঠে সর্বোচ্চ ১০১ রানের লক্ষ্য তাড়া করে জিতেছে। চতুর্থ ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড দেশের বাইরে। ২০০৯ সালে সেন্ট জর্জেসে ওয়েস্ট ইন্ডিজের ছুড়ে দেওয়া ২১৫ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ইনিংসে ব্যাট করেও জয়ের নজির রয়েছে বাংলাদেশের। গত বছর কলোম্বোয় ১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেটে জিতেছিল বাংলাদেশ।

শেরেবাংলা স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান অবশ্য বাংলাদেশেরই। ২০০৮ সালে এ মাঠে শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ৫২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪১৩ রান করেছিল বাংলাদেশ। ১০ বছর আগের সেই ম্যাচ আজ বাংলাদেশের পাহাড় টপকানোর প্রেরণা হতে পারে! তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ৩৩৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৫ রান। তামিম ইকবালকে (২) তুলে নিয়েছেন রঙ্গনা হেরাথ। ব্যাট করছেন ইমরুল কায়েস (০*) ও মুমিনুল হক (২*)।

তার আগে শ্রীলঙ্কার ইনিংসে ৭৪তম ওভারের লাকমলকে তুলে নেন তাইজুল। তাঁকে সুইপ করতে গিয়ে বোল্ড হন লাকমল (২১)। পরের বলে রঙ্গনা হেরাথকেও এলবিডব্লউয়ের ফাঁদে ফেলে শ্রীলঙ্কার ইনিংস মুড়িয়ে দেন তাইজুল। এক প্রান্তে ৭০ রানে অপরাজিত ছিলেন রোশেন সিলভা। ৭৬ রানে ৪ উইকেট নেন তাইজুল। মোস্তাফিজুর রহমানের শিকার ৩ উইকেট, ২ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com