বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দ্বাদশ সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী-মন্ত্রীদের জন্য ৯৪০ প্রশ্ন ভরিতে আরও ১৮৭৮ টাকা কমলো সোনার দাম সব প্রার্থী আমাদের কাছে সমান: ইসি আলমগীর টোল আদায়ে দুর্নীতি, দুদকের হস্তক্ষেপে ইজারা বাতিল রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে : কাদের এপ্রিলে নির্যাতনের শিকার ১৯৩ নারী-শিশুকন্যা ৯ মে পর্যন্ত চলবে সংসদের দ্বিতীয় অধিবেশন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ মৃত ব্যক্তিদের জাল সনদ: মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড গণমাধ্যম শুধু মুক্ত নয়, উন্মুক্ত : তথ্য প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাস থেকে ৭টি স্বর্ণের বারসহ চোরকারবারি আটক আমন মৌসুম থেকেই চাল ছাঁটাই ও পলিশ বন্ধ করা হবে : খাদ্যমন্ত্রী টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ১০ বাংলাদেশি জেলেকে অপহরণের অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে শনিবার থেকে খোলা স্কুল-কলেজ: শিক্ষা মন্ত্রণালয় ইসলামী ব্যাংকে বৈদেশিক মুদ্রা জমা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা শেয়ার ছাড়বে রূপালী ব্যাংক নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

২০২২ সালে অবসর নেবেন তামিম

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২ জুলাই, ২০১৬
  • ৯৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: টাইগারদের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল জানালেন, লাল-সবুজদের হয়ে আরো ছয় বছর খেলতে ইচ্ছুক তিনি। তামিম যদি ছয় বছর খেলেন তবে ওয়ানডে বিশ্বকাপের আগেই বিদায় নেবেন তিনি!

এমন আলোচনা ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র একটি রিপোর্টের পর শুরু হয়েছে। যেখানে বিশেষ সাক্ষাৎকারে তামিম জানিয়েছেন, দেশের হয়ে আরো ছয় বছর খেলা চালিয়ে যাবেন। তার হিসেবে ২০২২ সালে অবসর নেবেন তিনি।

২৭ বছর বয়সী তামিম টাইগারদের হয়ে তিন ফরম্যাটেই সর্বোচ্চ রানের মালিক। ১৫৩ ওয়ানডে ম্যাচে ৪ হাজার ৭১৩ রান করেছেন তিনি।

সাদা পোশাকে ৪২টি টেস্ট ম্যাচ খেলে করেছেন ৩ হাজার ১১৮ রান। আর ৫২টি টি-টোয়েন্টি ম্যাচে বাঁহাতি এই ওপেনারের রান ১ হাজার ১৫৪।

ক্রিকইনফোকে তামিম জানান, ‘আমি আরো ছয় বছর খেলতে চাই। সত্যিই আমি যেকোনো একটি ফরম্যাটে ১০ হাজার রান করতে চাই। টেস্টে সেটা কঠিন হবে বলে মনে হচ্ছে। তবে যদি আরও ১৫০টি ওয়ানডে খেলতে পারি তাহলে তা সম্ভব।’

টেস্টে ৩৯.৪৬, ওয়ানডেতে ৩১.৬৩ আর টি-টোয়েন্টিতে ২৪.৫৫ গড়ে ব্যাট করা তামিম জানান, ২০১০ সালটি আমার জন্য দুর্দান্ত ছিল। ২০১৫ সালেও আমি পরিকল্পনা করেছি কি কি অর্জন করতে হবে।

পরিকল্পনা মতো আমার অর্জনগুলো ধরা দিয়েছে। চেয়েছিলাম ২০১৫ সালে সব ফরমেটে এক হাজার রান পূর্ণ করবো। লক্ষ্য ছিল টেস্টে এবং ওয়ানডেতে ৫০ এর উপরে ব্যাটিং গড় ধরে রাখবো। আমি সেটির কাছাকাছি করেছি। নিজের ব্যাটিংয়ের ফল দেখে তৃপ্ত হয়েছি।

নিজের ফিটনেস নিয়ে বলতে গিয়ে তামিম জানান, ‘ফিটনেস আপনাকে সেঞ্চুরি দেবে না। কিন্তু ফিটনেস আপনাকে আরও দীর্ঘ সময় খেলাতে সাহায্য করবে। একজন সিনিয়র ক্রিকেটারের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ’।

বলেন, ‘কারণ, আমি এখন সাব্বির রহমানের মতো হতে পারবো না। হয়তো আমার বয়সী অন্য ক্রিকেটারের চেয়ে ফিটনেসে এগিয়ে থাকতে পারবো। আর এটা আমাকে আরো বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটে রাখবে।’

পাঁচ বছর আগের কথা মনে করিয়ে দিয়ে তামিম জানান, তখন মোটামুটি ম্যাচের ফল বলে দেওয়া যেত। কিন্তু, এখন টাইগারদের সময় বদলেছে।

বাংলাদেশ ক্রিকেটে অনেক উন্নতি করেছে। তামিমের মতে, লাল-সবুজরা ভালো পারফর্ম করছে দেখেই অন্য দলগুলো তাদের বিপক্ষে খেলতে চাইছে না।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com